জঙ্গি হামলা তো করিনি, শুধুমাত্র করোনিল আবিষ্কার করেছিঃ বাবা রামদেব

বাংলাহান্ট ডেস্কঃ করোনা ভাইরাসের প্রতিষেধক হিসাবে বাবা রামদেবের (Ramdev) পতঞ্জলি নিয়ে এসেছিল করোনিল (Coronil)। পতঞ্জলি জানিয়েছিল, এই ওষুধে সাময়িকভাবে সেরে উঠছেন করোনা আক্রান্তরা। কিন্তু তাঁর পরেই ঘটে যায় বিপত্তি। আয়ুশ মন্ত্রালয় থেকে এই ওষুধের উপর সাময়িক নিষেধাজ্ঞা জারী করা হয়েছিল। পুনরায় করা টেস্টের রিপোর্ট না পাওয়া পর্যন্ত এই ওষুধ ব্যবহার করা হবে না বলে জানানো হয়েছিল।

করোনিল পেল ক্লিন চিট
বর্তমানে সমস্ত রকম টেস্টের রিপোর্টের ভিত্তিতে আয়ুষ মন্ত্রক পতঞ্জলির করোনিলকে সবুজ সংকেত দিয়েছে। অর্থাৎ এবার থেকে এই ওষুধ করোনা রোগীদের চিকিৎসার ক্ষেত্রে ব্যবহার করা যাবে বলে জানানো হয়েছে। এই ছাড়পত্র হাতে আসার পরই নিন্দুকদের যোগ্য জবাব দিলেন বাবা রামদেব।

rammmm

গর্জে উঠলেন রামদেব
করোনিল প্রকাশ্যে আনার পর তা আবার বন্ধ হয়ে যাওয়ায় অনেক সমালোচনার মুখে পড়তে হয়েছিল বাবা রামদেবকে। তাঁর বিরুদ্ধে নানান অভিযোগও আনা হয়েছিল। প্রশ্ন উঠেছিল তাঁর জাত এবং ধর্ম নিয়েও। এমনকি তাঁর বিরুদ্ধে কুৎসাও রটানো হয়েছিল।

করোনিল নিয়ে ওঠা প্রশ্নের জবাবে বুধবার হরিদ্বারে এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন ‘আমার নামে FIR দায়ের করেছে। কেন আমি কি কোনও অপরাধ করেছি, নাকি কোন জঙ্গি কার্যকলাপ করেছি। অনেকে আবার বলছে এবার আমাকে নাকি জেলে যেতেই হবে।’ তিনি আরও বলেন, গত ৩৫ বছর ধরে বছর ধরে আমরা একসঙ্গে কাজ করছি। যোগচর্চা করছি। কিন্তু বর্তমানে করোলিন আবিষ্কার হওয়ার পর তাঁদেরকেও নিন্দার মুখোমুখি হতে হয়েছিল।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর