‘নাম করছি না, আমি কিন্তু চার্টার্ড বিমানে সেদিন যেতে চাইনি, নিয়ে যাওয়া হয়েছিল’, বিস্ফোরক রাজীব

বাংলাহান্ট ডেস্কঃ রবিবার আগরতলার মাটিতে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে ফিরলেন রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee)। একুশের বিধানসভা নির্বাচনের পূর্বে বিজেপিতে গিয়েও পরাজিত হওয়ার পর দলের সঙ্গে দূরত্ব বাড়িয়ে, জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ঘর ওয়াপসি হলেন রাজীব বন্দ্যোপাধ্যায়।

আর ঘরে ফিরতেই বিজেপির বিরুদ্ধে একের পর এক আক্রমণাত্মক তির ছুঁড়তে শুরু করেছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। কিন্তু এই মুহূর্তে রাজীবের ফিরে যাওয়া নিয়ে কিছুটা চাপে রয়েছে রাজ্য বিজেপি। দলের শীর্ষ কমিটিতে জায়গা দেওয়ার পরও সদস্য কেন অন্য দলে যাচ্ছে? এমন প্রশ্ন তুলেছেন গেরুয়া শিবিরের শীর্ষ নেতৃত্বরাই।

rajib banerjee

বাংলায় একুশের বিধানসভা নির্বাচনের পূর্বে যে রাজীবকে চার্টার্ড বিমানে করে দিল্লী নিয়ে যাওয়া হয়েছিল, রবিবার সেই রাজীব কিনা আগরতলায় নিয়ে নাম লেখালেন তৃণমূলে। তবে রাজীব দল ছাড়তেই বিজেপির অনেকে তাঁকে ‘গদ্দার’, ‘পাপ বিদায় হয়েছে’ বলেও কটাক্ষ করতে থাকে।

অন্যদিকে বিজেপি ছেড়ে ফের তৃণমূলে ফিরে আসায় রাজীব ইস্যুতে দলের বিরুদ্ধে কিছুটা ক্ষোভ উগরে দিতে দেখা গিয়েছিল কল্যাণ বন্দ্যোপধ্যায়কে। তিনি বলেছিলেন, ‘বুঝতে পারছি না এরকম একটা টপ টু বটম কোরাপটেড লোককে কেন দলে ফিরিয়ে নেওয়া হল?’

এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে রাজীব বলেন, ‘দল আমাকে যে কাজ দেবে, আমি সেটাই করব। কল্যাণ বন্দ্যোপধ্যায়ের কথা নিয়ে কিছু ভাবছি না এখন। আমি অত রং নিয়ে আলাদা করে কিছু ভাবি না, সব ধরনের পোশাকই পড়ি আমি’।

অন্যদিকে বিজেপি ত্যাগের পর কিছু বিস্ফোরক মন্তব্য করতেও শোনা যায় রাজীবকে। তিনি বলেন, ‘নাম বলতে চাইছি না, তবে আমি কিন্তু চার্টার্ড বিমানে সেদিন যেতে চাইনি। নিয়ে যাওয়া হয়েছিল আমাকে। তবে বিজেপিতে থেকেও আমি কিন্তু বিভিন্ন বিষয়ে প্রতিবাদও করেছিলেম। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানাই আমি। জেদের বশে ভুল করলেও, তা শুধরে নিয়েছি’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর