বাংলা হান্ট নিউজ ডেস্ক: কিছুদিন আগে সমাপ্ত হওয়া ৩ ম্যাচের ওডিআই সিরিজে ক্যারিবীয়ানদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে তরুণ ভারতীয় ওপেনার শুভমান গিল সকলকে বেশ মুগ্ধ করেছেন। নিজে সিরিজের সেরা হয়েছেন। নিজের ওয়ান ডে কেরিয়ারের প্রথম অর্ধশতরান করেছেন। অল্পের জন্য ৯৮ রানে নট আউট থেকে বৃষ্টির কারণে নিজের প্রথম ওডিআই শতরান করার সুযোগ হারিয়েছেন। পাঞ্জাবের তরুণ নিজেও তার এই ফরম্যাটের অগ্রগতিতে সন্তুষ্ট।
এর আগে সীমিত ওভারের ফরম্যাটে শুভমান গিল নিজের স্ট্রাইক রেটের কারণে বেশ সমালোচিত হতেন। অনেকেই মনে করতেন তিনি শুধু টেস্ট ফরম্যাটে খেলার যোগ্য। কিন্তু ক্যারিবিয়ানদের বিরুদ্ধে সিরিজে আগ্রাসী ব্যাটিং করে নিন্দুকদের কিছুটা ভুল প্রমাণ করেছেন পাঞ্জাব তনয়। অনেকেই মানতে বাধ্য হবেন যে তার খেলার ধরণে বেশ কিছুটা পরিবর্তন এসেছে। তাকে গত সিরিজে যে ছন্দে বা মেজাজে ব্যাট করতে দেখা গিয়েছে তা গিলের পরিচিত ছিল না।
যদিও শক্তিশালী প্রতিপক্ষদের বিরুদ্ধে এই ফর্মে ব্যাটিং করতে পারবেন কিনা গিল তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। তাদের জবাব দিতে গিয়ে মুখ খুলে গিল বলেছেন “আমি মনে করি একজন ক্রীড়াবিদের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন সবসময়ই উত্থাপিত হবে। তা সত্ত্বেও যতক্ষণ আমি আমার দলের জয়ে অবদান রাখতে পারবো আর তার সাথেসাথে যতক্ষণ আমি আমার টিম ম্যানেজমেন্ট এবং আমার অধিনায়ক যা আশা করছে আমায় নিয়ে সেটা পূরণ করতে পারবো, ততক্ষণ অবধি লোকেরা কি বলছে তা নিয়ে আমি চিন্তা করি না।
তিনি আরও যোগ করেছেন “আমি মনে করি এটি আমাকে কোনওভাবে একটা অতিরিক্ত তাগিদের জোগান দেয়। কিন্তু এই পারফরম্যান্সের পাশাপাশি ধারাবাহিকতা বজায় রাখাটা খুব গুরুত্বপূর্ণ এবং আমার দলের জন্য যতটা বেশি রান করা সম্ভব সেটা আমাকে করে যেতে হবে।”