খেলরত্নের জন্য যা যোগ্যতা দরকার সেটা আমার নেই, হরভজন সিং।

পাঞ্জাব সরকার এই বছর রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার এর জন্য প্রথমে হরভজন সিং এর নাম মনোনয়ন করলেও পরে সেই নাম প্রত্যাহার করে নেন। আর পাঞ্জাব সরকারের এমন সিদ্ধান্ত নিয়ে প্রবল সমালোচনা শুরু হয়েছে।

শনিবারের সমস্ত সমালোচনা ও বিতর্কে ইতি টানলেন স্বয়ং হরভজন সিং নিজেই। টুইট করে হরভজন সিং লিখেছেন রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার এর জন্য একজন খেলোয়াড়ের গত তিন বছরের আন্তর্জাতিক মঞ্চে পারফরম্যান্স দেখা হয়। সেই দিক দিয়ে বিচার করলে আমি রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার এর জন্য যোগ্য নয়। পাঞ্জাব সরকার আমার নাম প্রত্যাহার করে একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছে। এই নিয়ে কোনো বিতর্ক হওয়া উচিত নয়।

43018591d5f5a68838f462bd7fbb7d8321dc3ed69e4ffd0f7fdbf824d7d08e0f94b5fae4

গত বছর পাঞ্জাব সরকার রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার এর জন্য হরভজন সিংয়ের নাম অনেক দেরি করে পাঠিয়ে ছিলেন। অনেকেই মনে করেছিলেন সেই কারণে হয়তো দুই তরফের তিক্ততা তৈরি হয়েছে। কিন্তু সেই জল্পনারও অবসান ঘটালেন তিনি, জানালেন গত বছর আমার নাম দেরি করে পাঠানো হয়েছিল এটা ঠিক কিন্তু এই বছর আমি নিজেই পাঞ্জাব সরকারের কাছে আবেদন করেছিলাম যে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার এর জন্য যা যোগ্যতা দরকার সেই যোগ্যতা আমার নেই। তাই আমি নিজেই আমার নাম প্রত্যাহার করে নিতে বলেছিলাম।


Udayan Biswas

সম্পর্কিত খবর