বাংলা হান্ট ডেস্কঃ টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের দামামা ইতিমধ্যেই বেজে গিয়েছে। ২৪ অক্টোবর দুবছর বাদে মহাযুদ্ধে মুখোমুখি হতে চলেছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত এবং পাকিস্তান। এই ম্যাচ নিয়ে এখন থেকেই জল্পনা শেষ নেই। একদিকে যেমন ইতিমধ্যেই নিঃশেষিত হয়েছে সমস্ত টিকিট, তেমনি অন্যদিকে বিশেষজ্ঞ থেকে শুরু করে প্রাক্তন খেলোয়াড়রা সকলেই ম্যাচ নিয়ে নিজেদের মতামত প্রকাশ করছেন। এই ম্যাচ নিয়ে ইতিমধ্যেই বড় বয়ান দিয়েছেন পাক অধিনায়ক বাবর আজমও।
কার্যত হুঁশিয়ারি দিয়ে তিনি জানিয়ে ছিলেন, ভারতের বিরুদ্ধে জয় দিয়েই সফর শুরু করবে পাকিস্তান। যেহেতু আরব আমিরশাহী তাদের হোম গ্রাউন্ডের মত, তাই সেখানে অতিরিক্ত সুবিধাও পাবেন তারা এমনটাই দাবি করেছিলেন বাবর। এবার এই ম্যাচ প্রসঙ্গে প্রথমবার মুখ খুললেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। তিনি পরিষ্কার জানিয়েছেন এই ম্যাচ তার কাছে আর পাঁচটা ম্যাচের মতোই, ভারত-পাকিস্তান ম্যাচের অতিরিক্ত কোনও গুরুত্ব তার কাছে নেই।
সাথে সাথেই বাবরকেও উত্তর দিয়েছেন তিনি। সাংবাদিকরা এ বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, “আমি বড় বড় বয়ানবাজিতে বিশ্বাস করিনা।” সাথে সাথেই তার আরও সংযোজন, “আমাদের জন্য এটা শুধু ক্রিকেটের একটি ম্যাচ যা সঠিক মানসিকতা নিয়ে খেলা উচিত এবং তা আমরা খেলব। এই পরিবেশ এবং আবহ হয়তো বাইরে থেকে বা দর্শকদের দৃষ্টিভঙ্গি থেকে ভিন্ন মনে হতে পারে কিন্তু খেলোয়াড়দের দৃষ্টিভঙ্গি পেশাদার। আমরা প্রতিটি ম্যাচকে একটি স্বাভাবিক ম্যাচের মতোই নিই।”
সাথে সাথেই এই ম্যাচের উত্তেজনা সম্পর্কে বলতে গিয়ে তিনি মজা করে বলেন, “ আমি যতটুকু জানি তা এটাই যে এইমুহূর্তে এই ম্যাচের টিকিটের দাম অনেক বেড়ে গেছে। আমার বন্ধুরা সব দিক থেকে আমার কাছে টিকিট চাইছে এবং আমি তাদের ‘না’ বলতে বাধ্য হচ্ছি।” জনিয়ে রাখি এখনও পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে পাঁচবার ভারতের মুখোমুখি হয়েছে পাকিস্তান। এখনও পর্যন্ত একবারও জিততে পারেনি তারা। শেষবার ২০১৯ বিশ্বকাপেও বড় ব্যবধানে হারাতে হয়েছিল পাকিস্তানকে।