যাশপ্রিত বুমরাহ যিনি এই মুহূর্তে ভারত তথা বিশ্বের অন্যতম সেরা বোলার। সীমিত ওভারে যার জুরি মেলা ভার। কিন্তু শুধুমাত্র সীমিত ওভারেই তিনি নিজেকে সীমাবদ্ধ রাখতে চাননি বরং টেস্ট ক্রিকেটেও নিজেকে মেলে ধরায় যেন তার জীবনের প্রধান লক্ষ্য ছিল। অর্থাৎ তিনি বরাবরই স্বপ্ন দেখেছেন টেস্ট ক্রিকেটে ভালো পারফরমেন্স করার।
শুক্রবার মুম্বাইয়ের একটি অনুষ্ঠানে হাজির ছিলেন ভারতীয় দলের পেসার যাশপ্রিত বুমরাহ। সেই অনুষ্ঠানে হাজির হয়ে তিনি বলেন যে শুধুমাত্র ওয়ানডে বা টি-টোয়েন্টি খেলাই আমার লক্ষ্য ছিল না, আমি বরাবরই চাইতাম যে টেস্ট ক্রিকেটে নিজেকে প্রতিষ্ঠিত করতে করণ টেষ্ট ক্রিকেট খুবই স্পেশাল ছিল বুমরাহের কাছে।
বিরাট কোহলির প্রধান বোলিং অস্ত্র যাশপ্রিত বুমরাহ এইদিন জানিয়েছেন যে ঘরোয়া ক্রিকেটে ভালো পারফর্মেন্স করার ফলে আমার মধ্যে আত্মবিশ্বাস এসেছে যে আমি আন্তর্জাতিক মঞ্চে টেস্ট ক্রিকেটেও ভালো পারফরম্যান্স করতে পারবো। আর তাই দীর্ঘদিন ধরে পরিশ্রম করে চলেছি। আর পরিশ্রমের প্রমাণ পাওয়া গেছে তার টেস্ট খেলায় অর্থাৎ তিনি মাত্র 12 টি টেষ্ট ম্যাচ খেলেই নিয়ে ফেলেছেন 62 টি উইকেট।
টানা দুই বছর আন্তর্জাতিক ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স করার পরে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটেছিল বুমরাহের। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট ম্যাচ দিয়ে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে অভিষেক হয়েছিল এই ডানহাতি পেসারের। আর প্রথম টেস্ট ম্যাচে 5 উইকেট নিয়ে এক বিশেষ নজির গড়েছিলেন বুমরাহ। এই ব্যাপারে বুমরাহকে প্রশ্ন করা হলে তিনি বলেন যে প্রথম ম্যাচে 5 উইকেট পাওয়া একটা আলাদা অনুভুতি, অন্যান্য বোলারদের মতোই আমিও স্বপ্ন দেখেছিলাম 5 উইকেট নেওয়ার। তবে সেই মুহূর্তটা আমার কাছে ছিল অসাধারণ। সম্প্রতি কিছুদিন আগে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে হ্যাটট্রিক নিয়েছেন বুমরাহ। এই ব্যাপারে বুমরাহ বলেই হ্যাটট্রিক নেওয়া যে কোনো বোলারের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তবে এই ভাবে ভালো পারফরম্যান্স করে দলের জয়ের অংশীদার হয়ে খুবই ভালো অনুভূতি হচ্ছে।