বাংলা হান্ট ডেস্ক : বিস্ফোরক দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। বিজেপি নির্দেশ দিলে আজ তাঁকে গ্রেফতার করা হবে। সিবিআই (CBI) দফতরে যাওয়ার আগে সংবাদমাধ্যমের সামনে এমনই মন্তব্য করলেন কেজরিওয়াল। দিল্লি আবগারি মামলায় (Excise Scam) তাঁকে এদিন হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। জানা যাচ্ছে, সমস্ত ক্যাবিনেট মন্ত্রীদের সঙ্গে নিয়েই সিবিআই দফতরে হাজিরা দেবেন দিল্লির মুখ্যমন্ত্রী।
এদিন সাংবাদিক বৈঠকে অরবিন্দ কেজরিওয়াল দাবি করেন, ‘সিবিআই এবং ইডি-কে বিরোধীদের পিছনে লাগিয়ে দেওয়া হচ্ছে। এই তদন্তকারী এজেন্সিগুলি মিথ্যা রটাচ্ছে। ১৪টি ফোন ভেঙে ফেলা হয়েছে। ধৃতদের চাপ দিয়ে মিথ্যা বলতে বাধ্য করা হচ্ছে।’ শুধু তাই নয়৷ ‘মেয়ে কী ভাবে কলেজ যায় দেখে নেব!’ এমন বলেও ভয় দেখানো হচ্ছে ধৃতদের। দাবি করলেন কেজরিওয়াল।
এরপরই কেজরিওয়াল অভিযোগ করে বলেন, ‘এতদিন ধরে তদন্ত হচ্ছে। তা সত্ত্বেও প্রাক্তন উপমুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বেআইনি এক পয়সাও খুঁজে বের করতে পারেনি। যখন এক টাকাও উদ্ধার হল না, তখন বলা হল বেআইনি টাকা নাকি গোয়া বিধানসভা নির্বাচনে খরচ করা হয়েছে। কী প্রমাণ রয়েছে ওদের কাছে? আমাদের সমস্ত টাকা চেকের মাধ্যমে পেমেন্ট করা হয়। এক পয়সা খুঁজে বের করে দেখাক।’
এদিন কেজরিওয়াল আরও বলেন সংযোজন, ‘আমি যদি আজ কোনওরকম প্রমাণ ছাড়াই দাবি করি, আমি প্রধানমন্ত্রীকে এক হাজার কোটি টাকা দিয়েছি। ১৭ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার সময় নরেন্দ্র মোদিকে এই টাকা আমি দিয়েছি। তবে কি তাঁকেও গ্রেফতার করা হবে?’ এর পাশাপাশি কেজরিওয়াল আরও বলেন, ‘আদালতে মিথ্যা তথ্য প্রমাণ পেশ করার অভিযোগ আমরা সিবিআই এবং ইডি আধিকারিকদের বিরুদ্ধে প্রয়োজনে মামলা দায়ের করব।’
১৬ এপ্রিল তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে সিবিআই দফতরে। এই মামলায় আগেই কেন্দ্রীয় সংস্থার হাতে গ্রেফতার হন দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। তিনি আপাতত আদালতের নির্দেশে জেলবন্দি। এবার সরাসরি অরবিন্দ কেজরিওয়ালকে তলবে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে উঠেছে আম আদমি পার্টি।