বাংলা হান্ট ডেস্ক : বিরোধী আসনে থাকাকালীন তিনি কখনও ধংসাত্মক কিছুই করেননি। সব সময় গঠনমূলক কাজই করে গেছেন। নজরুল মঞ্চে তৃণমূলের কর্মী সম্মেলনে এমনই দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
এদিন মমতা বলেন, ‘আজকে যাদের কোনও কাজ নেই কর্ম নেই, অকাজ – কুকাজ, এবং বড় বড় কথা বলে বেড়ান। তাদের আমি বলব, আমরা যখন বিরোধী দলে ছিলাম আমরা কিন্তু কখনও ধংসাত্মক কিছু করিনি। গঠনমূলক করেছি। একটা রাজনৈতিক দল যখন তৈরি হয় তখন তার অনেক দায়বদ্ধতা থাকে। দায়বদ্ধতাকে মানতে গিয়ে কোথাও কোথাও অনেক কঠিন পরিস্থিতি সামলাতে হয়। আমরা বিরোধী আসনে থাকাকালনীন যেমন ডেডিকেটেড ছিলাম। মানুষের ওপর নির্মম শোষনের বিরুদ্ধে একমত হয়েছিলাম। আজও সেই সংগ্রামই করতে হচ্ছে আমাদের’।
এদিনের সভা থেকে দিদির সুরক্ষা কবচ নামে একটি অ্যাপের উদ্বোধন করেন তৃণমূলনেত্রী। তিনি বলেন, দুয়ারে সরকার তার মতো চলবে। কিন্তু তার বাইরেও মানুষ দলের কাছে অনেক অভিযোগ জানায়। সেই অভিযোগ জানানোর মঞ্চ হয়ে উঠবে এই অ্যাপ। সঙ্গে তিনি আরও বলেন, রাজ্য সরকারের ১৫টি প্রকল্পের সুবিধা মানুষ পাচ্ছে কি না তা জানতে এই অ্যাপ সহায়ক হবে।
মুখ্যমন্ত্রীর এই দাবিকে কটাক্ষ করে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, ‘বিধানসভা ভবন ভাঙচুরের কথা ভুলে যাচ্ছেন? যিনি সেই ভাঙচুরে নেতৃত্ব দিচ্ছিলেন, ওটা কি অশরীরীর ছবি? দেখে তো মুখ্যমন্ত্রীর মতোই লাগে! ওটা কি অন্য কেউ? মুখ্যমন্ত্রী যদি এমন কিছু বলেন যা একশো শতাংশ মিথ্যা, হাস্যকর, তাহলে তার রাজ্যের সম্পর্কে ধারণা আরও খারাপ করে দেয়।’