অধিনায়ক বিরাট কোহলির জন্যই ভারতীয় দলে কামব্যাক করার সুযোগ পেয়েছি: ঋদ্ধিমান সাহা।

প্রথম দুটি টেষ্ট ম্যাচ জিতে ইতিমধ্যেই সিরিজ নিজেদের পকেটে ভরে নিয়েছিল ভারতীয় দল। রাঁচি টেষ্ট ছিল বিরাট কোহলির কাছে দক্ষিণ আফ্রিকা কে হোয়াইটওয়াশ করার লক্ষ্য। মঙ্গলবার এই টেষ্টের চতুর্থ দিনের খেলা ছিল আর চতুর্থ দিনের খেলার শুরুতেই শেষ হয়ে গেল ম্যাচ অর্থাৎ তৃতীয় টেষ্টও ভারত নিজেদের পকেটে ভরে নিল। আর এই টেষ্ট জেতার সাথে সাথেই প্রথমবারের জন্য দক্ষিণ আফ্রিকা কে হোয়াইটওয়াশ করে ইতিহাস সৃষ্টি করল ভারত। আর টেষ্ট জিতেই মঙ্গলবার রাতে শহরের ফিরলেন ভারতের টেস্ট দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা। শহরে ফিরেই সাহা জানিয়ে দিলেন যে অধিনায়ক বিরাট কোহলির তার ওপর অগাধ আস্থার জন্যই তিনি ভারতীয় দলে কামব্যাক করার সুযোগ পেয়েছেন।

মহেন্দ্র সিং ধোনির অবসরের পর ভারতবর্ষের উইকেট রক্ষক হিসেবে নির্বাচকদের পছন্দ ছিল ঋষভ পন্থ। কিন্তু দীর্ঘদিন ধরে সুযোগ পাওয়ার পরেও শুধুমাত্র অপরিণত মানসিকতার জন্যই পন্থের পারফরম্যান্স খারাপ হতে থাকে আর তাই দলে সুযোগ পায় ঋদ্ধিমান সাহা। যদিও কাঁদে চোট পাওয়ার আগে পর্যন্ত ভারতের টেস্ট দলে নিয়মিত উইকেট রুক্ষক ছিলেন সাহাই।

15724007ec478a56a8717209aa9f1467e076fed2

চোট সারিয়ে দীর্ঘদিন পর ক্যারিবিয়ান সফরে ভারতীয় দলে ফিরেছেন ঋদ্ধিমান সাহা। কিন্তু ভারতীয় দলে ফিরলেও প্রথম একাদশে সুযোগ হচ্ছিল না তার। অপরদিকে পন্থের একের পর এক হতাশাজনক পারফরম্যান্সের জেরে ঘরের মাঠে সাউথ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে পন্থের উপর ভরসা রাখতে পারেননি অধিনায়ক বিরাট কোহলি। আর তাই দীর্ঘ কুড়ি মাস পর প্রথম একাদশে সুযোগ পান সাহা আর সুযোগ পেয়েই তিনি এই সুযোগ কাজে লাগিয়েছেন। কিছুদিন আগে ভারতীয় ক্রিকেট দলের কোচ রবি শাস্ত্রী এবং ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি বলেছিলেন যে এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা উইকেটরক্ষক হল ঋদ্ধিমান সাহা।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কামব্যাক সিরিজ খেলে মঙ্গলবার রাতে কলকাতায় ফিরলেন ভারতীয় দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা। কলকাতায় ফিরেই সাহা জানান দীর্ঘদিন ধরে ভালো পারফরমেন্স করার জন্য খুবই খুশি হয়েছি। সেই সাথে তিনি বলেন যে আমর ভারতীয় দলে কামব্যাকের পেছনে অধিনায়ক বিরাট কোহলির যথেষ্ট গুরুত্ব রয়েছে।


Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর