মমতাকে হাইকোর্টে হারিয়েছি, ভবানীপুরেও হারাব! নাম ঘোষণা হতেই হুঙ্কার প্রিয়াঙ্কার

বাংলাহান্ট ডেস্কঃ সবে মাত্র নাম ঘোষণা হয়েছে, এরই মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে রীতিমত চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল (priyanka tibrewal)। আজই ভবানীপুরে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিজেপি প্রার্থী হিসেবে এই প্রিয়াঙ্কা টিবরেওয়ালের নাম ঘোষণা করেছে গেরুয়া শিবির।

প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণা হওয়ার পরই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে হুঙ্কার দিয়ে বললেন, ‘ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি আদালতে নিয়ে গিয়েছি। আদালতে নিয়ে গিয়ে ভোট পরবর্তী হিংসা মামলায় ভুল প্রমাণিত করেছি মুখ্যমন্ত্রীকে। এই ভবানীপুরেই জন্মেছি আমি। এটা আমার ”নানীবাড়ি” এলাকা, প্রতিটা রাস্তা আমার চেনা। এখানেই তাঁকে দ্বিতীয়বার চ্যালেঞ্জ করব আমি’।

bjvbjvb

প্রিয়াঙ্কা টিবরেওয়াল এই নির্বাচনে সাধারণ মানুষকে তাঁর পাশে চেয়েছেন। তিনি বলেন, ‘মানুষের পালস বুঝি আমি। নিজের ইচ্ছা মত ভোট দিতে দিলেই, মানুষের ভোটে আমি জিতব। মানুষ যখন ঘরছাড়া হচ্ছে, মেয়েরা ধর্ষিতা হচ্ছে- তখনও তিনি চুপ করে রয়েছেন। জোর করে মানুষকে তাঁদের বাড়ি থেকে টেনে বের করে আনছেন মুখ্যমন্ত্রী। আমি সেইসমস্ত মানুষকে সুস্থভাবে ঘরে ফেরাতে আওয়াজ তুলেছি’।

প্রসঙ্গত, ২০১৪ সালের অগস্টে বিজেপিতে যোগ দিয়েই ২০১৫-র কলকতাতা পুরসভা নির্বাচনে ৪৮ নম্বর ওয়ার্ডের প্রার্থী হয়েছিলেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল। কিন্তু সেখানে নির্বাচনে তিনি পরাজিত হন। এরপর আবারও ২০২০ সালের অগস্টে দলের গুরুদায়িত্ব হাতে পেয়ে যুব মোর্চার রাজ্য সহ-সভাপতি প্রিয়াঙ্কা এন্টালিতে গত বিধানসভায় তৃণমূলের কাছে প্রায় ৫৯ হাজার ভোটে আবারও পরাজিত হন।

priyanka tibrewal

দুবার পরাজয় হলেও, হেরে যাননি প্রিয়ঙ্কা টিবরেওয়াল। এই প্রিয়াঙ্কার উপরই সকল আশা ভরসা নির্ভর করছে বিজেপির। আর এই প্রিয়াঙ্কাই ‘ভোট পরবর্তী হিংসা’ মামলায় বিজেপির প্রধান মুখ হিসেবে কলকাতা হাই কোর্টে লড়াই করেছিলেন।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর