বহুদিন পর আন্তর্জাতিক সিরিজের আয়োজন করেও বিপাকে পাকিস্তান, কাটা গেল নাক

বাংলা হান্ট ডেস্কঃ পাকিস্তান (Pakistan) আর নিউজিল্যান্ডের (New Zealand) মধ্যে সীমিত ওভারের আগামী সিরিজের জন্য ডিসিশন রিভিউ সিস্টেমের ব্যবহার হবে না। ওই সিরিজের আথিতেয়তা করা পাকিস্তানের ক্রিকেট বোর্ড আর প্রসারকরা এই টেকনোলজি উপলন্ধ করানো কোনও স্বীকৃতি প্রাপ্ত সার্ভিস প্রোভাইডার পায়নি, এই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১৭ তারিখ থেকে পাকিস্তান আর নিউজিল্যান্ডের ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে।

কোনও সিরিজ বা ম্যাচে ডিআরএস টেকনোলজি তাঁরাই উপলব্ধ করাতে পারে, যারা আন্তর্জাতিক ক্রিকেট কন্ট্রোল বোর্ড থেকে এর স্বীকৃতি পেয়েছে। সূত্র অনুযায়ী, DRS টেকনোলজি লাহোরে অক্টোবর থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে হতে চলা টি-২০ আন্তর্জাতিক ম্যাচের জন্য উপলব্ধ রয়েছে। পাকিস্তান আর নিউজিল্যান্ডের মধ্যে হওয়া সিরিজে তিনটি ওয়ানডে আর পাঁচটি টি২০ ম্যাচ হবে।

অন্যদিকে পাকিস্তানে বাম-হাতি স্পিনার মোহম্মদ নওয়াজ করোনায় আক্রান্ত হয়েছে। জানা যাচ্ছে যে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে হতে চলা আগামী ওয়ানডে সিরিজে সে খেলতে পারবে না। পাকিস্তান ক্রিকেট বোর্ড বৃহস্পতিবার জানিয়েছে যে, ২৭ বছরের নওয়াজ ইসলামাবাদের টিম হোটেলে করোনায় আক্রান্ত হয়েছে। তাঁকে হোটেলেই ১০ দিনের জন্য পৃথকবাসে রাখা হয়েছে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর