মথুরা-বৃন্দাবনকে তীর্থস্থল ঘোষণা করলেন যোগী আদিত্যনাথ, নিষিদ্ধ হল মদ-মাংসের বিক্রি

বাংলাহান্ট ডেস্কঃ উত্তরপ্রদেশের (uttar pradesh) যোগী সরকার মথুরা (mathura) বৃন্দাবন (vrindavan) নিয়ে একটি বড় সিদ্ধান্ত নিয়েছে। শ্রী কৃষ্ণের জন্মস্থান থেকে ১০ কিমি এলাকাকে তীর্থস্থান হিসেবে ঘোষণা করেছে যোগী সরকার। সেইসঙ্গে এই ২২ নং পৌরসভা ওয়ার্ডের মধ্যে মদ ও মাংস বিক্রির উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করছে উত্তরপ্রদেশ সরকার।

শুক্রবার এমনই সব সিদ্ধান্তের বিষয়ে জানিয়েছে উত্তরপ্রদেশ সরকার। পূর্বেই শ্রী কৃষ্ণ জন্মাষ্টমীতে এই বিষয়ে কিছুটা ইঙ্গিত দিয়েছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (yogi adityanath)। মথুরায় গিয়ে তিনি বলেছিলেন, ‘এই স্থানটিকে তীর্থস্থান হিসেবে ঘোষণা করা উচিৎ এবং এখানে মদ এবং মাংস বিক্রি করা একেবারেই নিষিদ্ধ ঘোষণা করা উচিৎ’।

মুখ্যমন্ত্রী যোগী বলেছিলেন, ‘এই বিষয়ের জন্য আমি নিজেই প্রশাসনকে বলব এই বিষয়ের জন্য একটি সঠিক পরিকল্পনা করে প্রস্তাব পেশ করতে। এই বিষয়ে কাজ করা হবে। কাউকেই এই সিদ্ধান্তের জন্য বিরক্ত করা হবে না বা ক্ষতি করা হবে না। সকলকেই পরিকল্পিতভাবে পুনর্বাসন করা হবে। সঙ্গে এই এলাকায় থাকা যেসকল ব্যবসায়ীর ব্যবসায় ক্ষতি হবে, তাঁদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হবে’।

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আরও বলেন, ‘২০১৭ সালে এখানে প্রথম পৌর কর্পোরেশন গঠিত হয়েছিল। তারপর মিউনিসিপ্যাল ​​কর্পোরেশন গঠনের সঙ্গে সঙ্গে এখানকার ৭ টি পবিত্র স্থানকে তীর্থস্থান হিসেবে ঘোষণা করা হয়। শুধু তাই নয়, তীর্থস্থান হিসেবে ঘোষিত হওয়ার পর, এখানকার বাসিন্দারা এখানে মদ, মাংসের বিক্রি একেবারেই পছন্দ করছেন না’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর