বাংলাহান্ট ডেস্কঃ উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন (Kim Jong-un) নিয়ে ক্রমশই জল্পনা তুঙ্গে। কিমের আত্মগোপন নিয়ে উঠছে নানা প্রশ্ন। তাঁর পরবর্তী দেশ শাসন কে করবে, সেই নিয়েও উঠছে প্রশ্ন। তবে এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) জানালেন, ‘কিম এখন খুবই ভালো আছে। তাঁর সুস্থতা কামনা করছি। খুব শীঘ্রই মিডিয়া কিমের ব্যবপারে জানতে পারবেন’। তবে এই বিষয়ে এখনই তিনি সংবাদ মাধ্যমেকে কিছু জানাতে চান না সরাসরি জানিয়ে দিলেন।
উত্তর কোরিয়ায় কিমের পিতামহ কিম ইল সুং-এর জন্মদিবস ১৫ ই এপ্রিলের অনুষ্ঠানে কিমের অনুপস্থিতি নিয়ে জল্পনা শুরু হয়। উত্তর কোরিয়ার রাজনৈতিক ক্যালেন্ডারের এই বিশেষ দিনে সকলে উপস্থিত থাকলেও, কিম উপস্থিত ছিলেন না। এই ঘটনার পর থেকেই কিমের সুস্থতা নিয়ে নানা প্রশ্ন উঠতে থাকে। তবে অবশ্য ১১ এপ্রিল একটি বৈঠকের নেতৃত্ব দিয়েছিলেন কিম। এই ঘটনার পরদিন উত্তর কোরিয়ার সংবাদমাধ্যমে প্রকাশিত হয়, বায়ুসেনার ফাইটার জেট পরিদর্শনে করতে গিয়েছেন কিম। কিন্তু তারপর থেকে তাঁকে আর দেখতে না পারায়, তাঁর শরীর স্বাস্থ্য নিয়ে প্রশ্ন উঠছে নানা মহলে। তবে কি কিম অসুস্থ হয়েছেন?
মার্কিন সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, উত্তর কোরিয়ার এই ৩৬ বছর বয়সী একনায়ক তিনি প্রচুর পরিমাণে ধূমপান করতেন। সেই কারণে তাঁর অস্ত্রোপচারও করা হয়েছিল। আর তারপর থেকে তিনি অসুস্থ রয়েছেন। তাঁর চিকিৎসার জন্য নাকি দেশ থেকে বিশেষজ্ঞ পাঠিয়েছিলেন চীন প্রেসিডেন্ট শি জিনপিং। তবে কিমের অবস্থান সম্পর্কে উত্তর কোরিয়া থেকে কোন খবর পাওয়া না গেলেও, দক্ষিণ কোরিয়ার এক সংবাদ মাধ্যম মারফত জানা যায়, কিম সুস্থ আছেন। তবে সূত্র মারফত জানা গিয়েছে, করোনা ভাইরাসের প্রকোপ থেকে রক্ষা পাওয়ার জন্য দেশের পূর্ব প্রান্তের এক রিসর্টে গিয়ে রয়েছেন তিনি।
তবে প্রশ্ন এখন একটাই, কিমের পরিবর্তে উত্তর কোরিয়ার নতুন প্রেসিডেন্ট এখন কে হবেন? তবে এক্ষেত্রে কিমের বছর ৩০-এর বোন কিম ইয়ো জং-এর নামই উঠে এসেছে। বেশ কয়েকটি বৈঠকে অবশ্য কিমের পাশে তাঁর বোনকেও দেখা গিয়েছিল। কিন্তু পুরুষ শাসিত উত্তর কোরিয়ায় এক মহিলার শাসন মেনে নেবে না বলে, অনেকেই মনে করছেন।