‘আমি যৌনকর্মীদের ভালবাসি’, বললেন স্বস্তিকা

বাংলা হান্ট ডেস্ক: টলি পাড়া তে বরাবরই ‘ঠোঁট কাটা’ নামে পরিচিত অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। বহুবার নানা বিতর্কের সম্মুখীন হয়েছেন তার মতামত খোলাখুলি ভাবে বলার জন্য।

তারই প্রমাণ মিলল আরও একবার। রবিবার সোস্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে নিজের একটি ছবি পোস্ট করেন স্বস্তিকা। গায়ে কালো রঙের কুর্তি, গলায় আফগানি হার, চোখে সানগ্লাস। এবং ঠোঁটে গাঢ় বেগুনি রঙের লিপস্টিক পরে পাউট করে সেলফি পোস্ট করেন অভিনেত্রী। সেখানেই একজন মন্তব্য করেন, ‘যৌনকর্মীর মতো লাগে।’ ওই কমেন্টে স্বস্তিকার ফ্যানেরা বেজায় চটে যান। কিন্তু স্বস্তিকা চটে যাওয়ার মানুষ নন। তিনি ঠাণ্ডা মাথায় সেই কমেন্টের উত্তর দিলেন।

image 3

উত্তরে বলেন, ‘আমি যৌনকর্মীদের ভালবাসি। ওঁরাও সমাজের অংশ, তাই না? সমাজের যত নোংরা নিজের শরীর দিয়ে পরিষ্কার করেন ওঁরা। তা না হলে সেই নোংরা আমার আপনার মতো ভদ্রলোকের বাড়িতে এসে ঢুকে পড়ত।’ স্বস্তিকার মতে, মাঝে মাঝে ওই সব মানুষের ‘স্টাইল’ অনুকরণ করা উচিত। তিনি লেখেন,‘ওঁদের একটু সম্মান দিলে সম্মান কমবে না। বেশ্যারাও মানুষ। আর আমি ওঁদের ভালবাসি। যৌনকর্মীদের স্টাইলকে আমার স্যালুট। আমি গর্বিত আমাকে ওঁদের মতো দেখতে লাগছে।’

স্বস্তিকা এই সব মন্তব্য তাঁর পোস্ট থেকে সরিয়ে দিলেও তার আগেই কমেন্ট-সহ ছবিটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। তবে শুধু মাত্র ওই ফলোয়ারই নন। আরও বেশ কিছু ফলোয়ারের বিরূপ মন্তব্যের জবাবও ঠাণ্ডা মাথাতেই দিয়েছেন স্বস্তিকা।

সম্পর্কিত খবর