গ্রুপ ছেড়ে অনুতাপ বিজেপি বিধায়কের, সুকান্ত মজুমদারের কাছে চেয়ে নিলেন ক্ষমা

বাংলাহান্ট ডেস্কঃ কলকাতা পুরভোটের ফল প্রকাশ হওয়ার পরপরই রাজ্য কমিটির তালিকা প্রকাশ করে বিজেপি (bjp) শিবির। আর তারপর থেকেই অন্তর্দ্বন্ধের বহিঃপ্রকাশ শুরু হয় গেরুয়া শিবিরে। জানা গিয়েছে, দলের প্রতি কিছুটা মনঃক্ষুণ্ণ হওয়ায় পাঁচ বিধায়ক শনিবারই দলের হোয়াটস অ্যাপ থেকে বেরিয়ে গেছেন।

সূত্রের খবর, সদ্য গঠিত বিজেপির রাজ্য কমিটিতে মতুয়া-প্রতিনিধিদের সেভাবে জায়গা দেওয়া হয়নি, বলেই নাকি দলের প্রতি ক্ষোভ বেড়েছে কিছু বিধায়কের। যার কারণেই তাঁরা দলের হোয়াটস অ্যাপ গ্রুপ ছেড়ে দিয়েছেন। ধারণা করা হচ্ছে, এই ৫ বিধায়করা হলেন অশোক কীর্তনিয়া, মুকুটমণি অধিকারী, সুব্রত ঠাকুর, অসীম সরকার এবং অম্বিকা রায়। আবার নাকি বিজেপির মিডিয়া গ্রুপ ছেড়ে দিয়েছেন শীলভদ্র দত্ত, রাজু বন্দ্যোপাধ্যায়।

bjp rally

তবে এখন একটি নতুন খবর প্রকাশ্যে এসেছে, যেখানে শোনা গিয়েছে, দলের হোয়াটস অ্যাপ গ্রুপ ছেড়ে দেওয়ার পর ক্ষমাপ্রার্থী হয়েছেন বিধায়ক অম্বিকা রায় (ambika roy)। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের (sukanta majumdar) কাছে নিজের ভুল স্বীকার করে, আবারও কাজে মন দেন তিনি।

সুকান্ত মজুমদারকে তিনি বলেন, ‘ভুল ভাবনা চিন্তা, ”Sily Carelessness” থেকেই এমন সিদ্ধান্ত নিয়েছিলাম। এই কাজের জন্য আমি একান্ত ভাবে ক্ষমপ্রার্থী হচ্ছি’। এমন ঘটনার পর বিধায়ক মন লাগিয়ে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গিয়েছে।

এবিষয়ে বিধানসভায় বিজেপি-র পরিষদীয় দলের মুখ্য সচেতক মনোজ টিগ্গা বলেন, ‘হোয়াটস অ্যাপ গ্রুপ ছেড়ে যাওয়ার পর অশোক কীর্তনীয়া ও সুব্রত ঠাকুরের সঙ্গে কথা হয়েছে। ভুল বোঝাবুঝিতে এমনটা হওয়ার পর, বিধায়করা নিজেদের ভুল বুঝতেও পেরেছেন’।


Smita Hari

সম্পর্কিত খবর