সদ্য সমাপ্ত হয়েছে ভারত বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ। এই সিরিজে একবারও টসে জিততে পারেনি ভারত। তিনটি ম্যাচেই টসে হেরেছে ভারতীয় দল। কিন্তু টসে হারার সত্ত্বেও শেষ দুটি ম্যাচ জিতে সিরিজ নিজেদের পকেটে পুড়েছে ভারত। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথম ম্যাচে হেরেও ঘুরে দাঁড়িয়ে পরপর দুই ম্যাচ জিতে সিরিজ জিতে নিয়েছে বিরাট কোহলি নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল। প্রত্যেকবার টসে হেরেও সিরিজ জিতে ভারত অধিনায়ক বিরাট কোহলি দাবি করেছেন টসকে আমরা হিসাবের বাইরে নিয়ে গিয়েছি।
তিন ম্যাচে একবারও টসে না জেতার সত্বেও সিরিজ জিতে ভারত অধিনায়ক বিরাট কোহলি দাবি করেছেন বিশ্বকাপের পরেই আমরা সকলে বসে আলোচনা করেছিলাম, আমরা ঠিক করেছিলাম যে টসে জিতে সুবিধাজনক পরিস্থিতির আসা করব না। আমরা রান তাড়া করতে পছন্দ করলেও টসে হেরে গেলে সেটাকে চ্যালেঞ্জ হিসেবে নেবো। আতঙ্কিত না হয়ে প্রথমে ব্যাটিং করে ভালো পারফরম্যান্স করে বিপক্ষ দলকে চাপে রাখার বদ্ধপরিকর হয়েছিলাম।
রাজকোটে টসে হেরে ভারতকে প্রথমে ব্যাট করতে হয়, প্রথমে ব্যাট করেও ম্যাচ জিতে নেয় ভারত। অপরদিকে ব্যাঙ্গালুরুতে টসে হেরে ভারতকে রান চেজ করতে হয়, রান তাড়া করেও ম্যাচ জিতে নেয় ভারত। এরপর ভারত অধিনায়ক বিরাট কোহলি জানিয়েছেন আমরা টসকে পুরোপুরি ভাবে গুরুত্বহীন করে দিয়েছি। বিপক্ষ দল যেটা করতে দেবে সেটা করার জন্য আমরা সর্বদা প্রস্তুত।