বাংলা হান্ট ডেস্কঃ এই মুহূর্তে সারা বিশ্বজুড়ে ব্যাপক হারে ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাস। করোনা ভাইরাসের মধ্যেও একেবারে নিরাপদ ভাবে হয়ে চলছে আইপিএল। যেহেতু এই মুহূর্তে ভারতবর্ষে করোনা সংক্রমণ দিনের পর দিন বেড়েই চলেছে। আর তাই কোটিপতি লীগ করার জন্য এবার বিসিসিআই নিরাপদ ভেন্যু হিসেবে বেছে নিয়েছে সংযুক্ত আরব আমিরশাহীকে।
যেহেতু করোনা ভাইরাসের মধ্যেও এবার আইপিএল অনুষ্ঠিত হচ্ছে। তাই বিসিসিআইয়ের কাছে প্রধান লক্ষ্য ক্রিকেটারদের স্বাস্থ্য সুরক্ষা। সেই কারণে এবার জৈব সুরক্ষা বলয়ের মধ্যে অনুষ্ঠিত হচ্ছে এবারের আইপিএল। এবার আইপিএল অন্য বারের থেকে অনেকটাই আলাদা। এবার আইপিএলে সুরক্ষার জন্য মাঠে প্রবেশ করার অনুমতি পাননি কোনো দর্শক। এমনকি মাঠে প্রবেশ করতে পারছে না ক্রিকেটারের স্ত্রী এবং পরিবারও।
যেহেতু এবার জৈব সুরক্ষার বলয়ের মধ্যে আইপিএল হচ্ছে। তাই মাঠে প্রবেশ করে আইপিএল দেখা অনুমতি নেই কোন ক্রিকেটারের পরিবারের। আর তাই অধিকাংশ ক্রিকেটার তাদের পরিবার নিয়ে যান নি। এমনকি এবার ধোনির সঙ্গে আমিরশাহী যেতে পারেননি ধোনি পত্নী সাক্ষীও। আর তাই ধোনির কাছে থাকতে না পেরে ধোনিকে খুব মিস করছেন সাক্ষী, এমনটাই জানিয়েছেন তিনি।
প্রত্যেক বছর দেখা যায় চেন্নাই সুপার কিংসের ম্যাচ থাকলে মাঠে উপস্থিত থাকেন ধোনির স্ত্রী সাক্ষী এবং কন্যা জ্বিহা। তারা মাঠে থেকে ধোনিকে সমর্থন করেন। কিন্তু এবার যেহেতু করোনা ভাইরাসের কারণে মাঠে দর্শক প্রবেশের অনুমতি নেই তাই বাড়িতে বসেই টিভিতে আইপিএল উপভোগ করছেন তারা। এক সাক্ষাৎকারে সাক্ষী বলেছেন, “মাঠে খেলা দেখতে পাচ্ছি না এটা খুব একটা মিস করছি না, আমি আমার স্বামীকে খুব মিস করছি।”