বাংলাহান্ট ডেস্কঃ দেশে ক্রমাগত বাড়তে থাকা করোনা সংক্রমণের মধ্যে বিজেপি (Bharatiya Janata Party) সাংসদ জয় প্রকাশ রাওয়াত (Jai Prakash Rawat) হরদীয়ার হাসপাতালে ভেন্টিলেটর কেনার জন্য অর্থ দিয়েছিলেন। নিজের সাংসদ তহবিল থেকে তিনি ২৫ লক্ষ টাকা দিলেও, সেই টাকার খোঁজ পাওয়া যাচ্ছে না।
একজন ফেসবুক ব্যবহারকারী প্রিয়ম মিশ্র হরদীয়াতে ভেন্টিলেটর সমস্যার বিষয়টি সামনে রেখে পোস্ট করেছিলেন, ‘এখানকার নেতা মন্ত্রীরা যদি নিজের তহবিল থেকে কিছু করে অর্থ দেয়, তাহলে হরদীয়া জেলা হাসপাতালে একটি ভেন্টিলেটর স্থাপন করা যাবে। যার ফলে করোনা আক্রান্ত ব্যক্তিরা কিছুটা হলেও সুস্থ বোধ করবেন’।
এ প্রসঙ্গে বিজেপি সাংসদ জয় প্রকাশ রাওয়াত একটি পোস্ট করে বলেন, ‘আমি আমার এমপি তহবিল থেকে ভেন্টিলেটর কেনার জন্য ২৫ লক্ষ টাকা দিয়েছিলেম। কিন্তু সেই টাকা কোথায় গেল তা জানি না’।
পরবর্তীতে আবার সাংসদ জয় প্রকাশ লিখেছেন, ‘আমার ত্রিশ বছরের রাজনৈতিক জীবনে এমন ঘটনা কখনও ঘটেনি। নিজেকে অসহায় বোধ করছি’। এই ঘটনার পরিরক্ষিতে বিজেপির জেলা সহসভাপতি রাজেশ অগ্নিহোত্রি বলেছেন, ‘করোনা হাসপাতালে ১২ টি ভেন্টিলেটর মজুত রয়েছে। তবে হাসপাতালের কথা চিন্তা করেই সাংসদ জয় প্রকাশ তার তহবিল থেকে ২৫ লক্ষ টাকা দিয়েছেন’।