বাংলাহান্ট ডেস্কঃ দিল্লীতে (Delhi) ভয়াবহ পরিস্থিতিতে কার্ফু জারী জরতে বাধ্য হয় দিল্লী সরকার। সাধারণ মানুষদের ঘর থেকে বেরতে নিষেধ করে দেওয়া হয়। এই অবস্থায় দিল্লীবাসিদের উদ্দ্যেশ্যে জগন্নাথ দেবের (Jagannath Deb) স্মরণাপন্ন হলেন পশ্চিমবঙ্গের (West Bengal) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পুরীতে (Puri) গিয়ে পূজো দিলেন দিল্লীর ভাই- বোনদের সুরক্ষার জন্য।
আধাসেনা ৩৫ কোম্পানি থেকে বাড়িয়ে করা হয়েছে ৪৫,তারপরও কমছে না হিংসার আঁচ। এখনও অবধি মৃতের সংখ্যা ২৪ জন। দিল্লীর এই উত্তাল পরিস্থিতিতে দিল্লীর ভাই বোনদের জন্য পূজো দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যে পুরীর মন্দিরে তিন বছর আগে তাঁকে ঢুকতে দেওয়া হয়নি, পুজো দিতে গিয়ে তাঁকে অনেক বেগ পেতে হয়েছিল, সেই মন্দিরেই গিয়ে বুধবার তিনি পূজো দিলেন দিল্লীবাসির জন্য।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) ডাকা বৈঠকে মঙ্গলবার সন্ধ্যায় ভুবনেশ্বর (Bhubaneswar) যান মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন,”মানুষে মানুষে আর কোন ভেদাভেদ নয়, বিভেদ নয়। সব মানুষই শান্তিতে থাকুন। দিল্লীর ঘটনায়, আমার হৃদয়টা আজ খুব কাঁদছিল। এখানে আমি এসেছি শান্তির জন্য। দিল্লীতে আমার সব ভাই-বোনেরা যাতে ভালোভাবে থাকে, তাই তাঁদের জন্য আমি প্রার্থনা করার জন্য এসেছি।”
শুক্রবার ভুবনেশ্বরে আন্তঃরাজ্য পরিষদের পূর্বাঞ্চলের ৫টি রাজ্যের সঙ্গে বৈঠক করবেন বসবেন অমিত শাহ। সেই বৈঠকে ডাক পড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। অমিত শাহের সঙ্গে তাঁর আলাদা বৈঠক হওয়ার সম্ভাবনাও প্রবল। মঙ্গলবার দমদম বিমানবন্দরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, “যে পরিস্থিতি চলছে তাতে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। কেন এরকম হচ্ছে, আমি জানি না। আমরা সবদিকে নজর রাখছি। আমি মনে হয় সবার শান্তি বজায় রাখা দরকার। আমাদের এই দেশ শান্তির দেশ এবং মানবতার দেশ। যা সবাইকে নিয়ে ধর্মনিরপেক্ষভাবে চলে। এই দেশে হিংসার কোনও স্থান নেই।”