‘নিকের মধ্যে আমার বাবাকে দেখতে পাই’, স্বামীর প্রশংসা করতে গিয়ে এ কি বললেন প্রিয়াঙ্কা?

বাংলাহান্ট ডেস্ক : বলিউড (Bollywood) জগতের তিনি জনপ্রিয় অভিনেত্রী। তবে বর্তমানে তাঁর রাজত্ব চলেছে হলিউডে (Hollywood)। তিনি প্রাক্তন ‘মিস ওয়ার্ল্ড’ প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)। একের পর এক ছবিতে দেখা যাচ্ছে তাঁকে। দর্শকদের মনেও ধরেছে তাঁর অভিনয়। তবে বিগত কয়েকদিন ধরেই খবরের শিরোনামে উঠে এসেছে এই বলি সুন্দরীর নাম।

অভিনয়-সংসার এক হাতে সামলাচ্ছেন জনপ্রিয় এই অভিনেত্রী। হলিউডে যে সমস্ত তারকারা রয়েছেন তাঁদের মধ্যে অন্যতম প্রিয়াঙ্কা চোপড়া। খুব শীঘ্রই তাঁকে দেখা যাবে মার্ভেল খ্যাত রুশো ব্রাদার্স-এর বিপরীতে। বর্তমানে ‘সিটাডেল’ ওয়েব সিরিজের প্রচার নিয়ে ভীষণ ব্যস্ত দেশি গার্ল। দেশ-বিদেশ সর্বত্রই স্বামী নিককে নিয়ে পৌঁছে যাচ্ছেন অভিনেত্রী।

Priyanka Chopra-Nick Jonas

এককথায় বলতে গেলে বর্তমানে জনপ্রিয়তার একেবারে শীর্ষে পৌঁছে গেছেন প্রাক্তন ‘মিস ওয়ার্ল্ড’ প্রিয়াঙ্কা চোপড়া। আর স্ত্রীয়ের এই সাফল্য ঠিক কেমন চোখে দেখছেন নিক? এক সাক্ষাৎকারে এই প্রশ্নের মুখে পড়তে হল দেশি গার্লকে। প্রশ্নের জবাব দিতে গিয়ে স্বামীর প্রশংসায় পঞ্চমুখ হলেন দেশি গার্ল।

Priyanka Chopra-Nick Jonas

এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, ‘নিকের মধ্যে আমি আমার প্রয়াত বাবাকে দেখতে পাই। মা-এর সাফল্যে সবসময় পাশে থাকতেন বাবা। কখনই তিনি ভোগেননি হীনম্মন্যতায়। একটা সময় মা বাবার থেকে অনেক বেশি উপার্জন করতেন। কিন্তু বাবা কখনও তাঁকে বাধা দেননি। বরং তিনি বলতেন, যেই উপার্জন করুক না কেন আসছে তো বাড়িতেই’।

Priyanka Chopra-Nick Jonas
অভিনেত্রীর সংযোজন, ‘নিকের মধ্যেও আমি দেখতে পেয়েছি এই একই গুন। আর ওর এই গুন আমাকে বরাবর ওর দিকে আকৃষ্ট করে। ও কখনই আমার সাফল্যে হীনম্মন্যতায় ভোগে না। বরং সব বিষয়ে আমাকে সাপোর্ট করে। আমার সাফল্যে আমার চাইতে অনেক বেশি উৎসাহী থাকে নিক’।

 

View this post on Instagram

 

A post shared by Nick Jonas (@nickjonas)

প্রিয়াঙ্কার এই কথা একেবারে যে সত্যি সেটাই প্রমান করে দিয়েছেন নিক জোনাস। ‘সিটাডেলের’ প্রচারে সম্প্রতি লন্ডনে হাজির হয়েছিলেন এই দুই তারকা। এদিন লাল পোশাক পরে রেড কার্পেটে হাজির হয়েছিলেন প্রিয়াঙ্কা। স্ত্রীয়ের পাশে দাঁড়িয়ে ছবি তোলার পরেও প্রিয়াঙ্কার ওপর থেকে চোখ সরাতেই পারছিলেন না নিক। নিজের ফোনে তিনি তুলতে থাকেন দেশি গার্লের ছবি।

additiya

সম্পর্কিত খবর