ভিভিআইপি চপার দুর্নীতির তল্লাশিতে এক হাজার কোটি টাকার কর ফাঁকির হদিশ পেলো আয়কর বিভাগ

নয়া দিল্লীঃ দিল্লীর বিজনেস হাউসে হওয়া তল্লাশিতে আয়কর বিভাগ এক হাজার কোটি টাকার বেশি ট্যাক্স চুরির পর্দাফাঁস করল। আয়কর বিভাগের এই তল্লাশি ভিভিআইপি হেলিকপ্টার এবং হাওয়ালা চুক্তি নিয়ে ছিল। কেন্দ্রীয় প্রত্যক্ষ কর বোর্ড (সিবিডিটি) বুধবার জানায়, বিজনেস হাউস বিভিন্ন ই – গভর্নেন্স প্রোজেক্ট আর আর্থিক সেবার সাথে জড়িত। যদিও সিবিডিটি বিজনেস হাউসের নাম প্রকাশ করেনি।

it delhi

কিন্তু, আয়কর বিভাগের আধিকারিকরা অনুমোদন করেছে যে, বিজনেস হাউস অলঙ্কিত গ্রুপ, যাদের দেশের অনেক শহর এবং দুবাইতেও দফতর আছে। যদিও কোম্পানির তরফ থেকে এই পদক্ষেপ নিয়ে কোন বয়ান সামনে আসেনি। আধিকারিকরা জানান, তল্লাশি আর বাজেয়াপ্ত করা কাগজের থেকে প্রচুর পরিমাণে কর ফাঁকি, হাওয়ালার মাধ্যমে লেনদেন আর আর্থিক তছরুপের পর্দাফাঁস হয়েছে।

অলঙ্কিত গ্রুপ দিল্লী আর কোলকাতার কোম্পানির মাধ্যমে অবৈধ টাকার লেনদেন করে। তদন্তে এটাও জানা গেছে যে, দুবাইয়ের অপারেটর রাজীব সাক্সেনার কোম্পানির মাধ্যমে দুবাই থেকে প্রচুর পরিমাণে কমিশন প্রাপ্ত করেছে। রাজীব সাক্সেনা ভিভিআইপি হেলিকপ্টার দুর্নীতিতে অভিযুক্ত। ওই কমিশনের একটি অংশ অলঙ্কিত গ্রুপের মাধ্যমে ভারতে আনা হয়েছিল।


Koushik Dutta

সম্পর্কিত খবর