বাংলা হান্ট নিউজ ডেস্ক: জিম্বাবোয়ের বিরুদ্ধে মাঠে নামার আগে আজ ভারতীয় ড্রেসিংরুমে ছিল সেলিব্রেশনের মেজাজ। আজ একই সঙ্গে জন্মদিন ছিল ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলি এবং এই মুহূর্তে ভারতীয় দলের সঙ্গে থাকা মনোবিদ প্যাডি আপটনের। দুজনের জন্য দুটি কেক কেটে ড্রেসিংরুমে তাদের জন্মদিন উদযাপন করেন ভারতীয় ক্রিকেটাররা।
এরমধ্যে বিসিসিআই সেই সেলিব্রেশনের একটি ভিডিও নিজেদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলি থেকে পোস্ট করেছে। ওই পোস্টে দেখা যাচ্ছে বিরাট এবং প্যাডি একসঙ্গে কেক কাটছেন এবং তারপর একে অপরকে খাইয়ে দিচ্ছেন। তারপরে ভারতীয় ক্রিকেটাররা একে একে এসে দুজনকে কেক খাইয়ে এবং মুখে মাখিয়ে দিয়ে যাচ্ছেন।
Birthday celebrations ON in Australia
Happy birthday @imVkohli & @PaddyUpton1 #TeamIndia | #T20WorldCup pic.twitter.com/sPB2vHVHw4
— BCCI (@BCCI) November 5, 2022
এই সেলিব্রেশনের পরেই অবশ্য ফের সিরিয়াস মেজাজে ফিরে গিয়েছেন বিরাট কোহলি। সাপোর্ট স্টাফ ও সতীর্থদের সঙ্গে এই আনন্দের মুহূর্ত উদযাপন করার পরে মেলবোর্ড ড্রেসিংরুমের ব্যালকনিতে দাঁড়িয়ে তিনি নিজের ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন, “জন্মদিনের কেক কাটার অভিজ্ঞতা খুবই সুখকর ছিল। কিন্তু আমি আরও বড় একটা কেক কাটতে চাই পরের সপ্তাহে।”
খুব স্বাভাবিকভাবেই বোঝা যায় বিশ্বকাপ জিতে উদযাপনের দিকেই ইঙ্গিত করেছেন বিরাট কোহলি। চলতি বিশ্বকাপে তিনি যে ফর্মে রয়েছেন, তাতে ভারতীয় দলকে একাই বিশ্বকাপ জিতিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন তিনি এমনটা অনেকে দাবী করছেন। ইতিমধ্যেই পাকিস্তান, নেদারল্যান্ডস এবং বাংলাদেশের বিরুদ্ধে অর্ধশতরান করেছেন বিরাট।
তবে এখনো কাজ শেষ হয়নি, সেটা খুব ভালো করেই যাদের প্রাক্তন ভারত অধিনায়ক। এখনো জিম্বাবোয়ের বিরুদ্ধে অতি গুরুত্বপূর্ণ ম্যাচটি জিতে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করা বাকি। তারপর পেরোতে হবে আরও দুটি হার্ডল। তবেই পৌঁছনো যাবে কাঙ্ক্ষিত লক্ষ্যে।