বাংলাহান্ট ডেস্কঃ রাজনীতির আঙিনায় শোভন-বৈশাখী জুটি ভীষণই জনপ্রিয়। তাঁদের একসঙ্গে চলাফেরা, ওঠাবসা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনার শেষ নেই। তবে এবার ঘর ভাঙতে চলেছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায় (Baishakhi Banerjee)। ডিভোর্স চাইলেন স্বামী মনোজিৎ মণ্ডলের কাছ থেকে।
কিছুদিন আগেই বৈশাখী বন্দ্যোপাধ্যায় ফেসবুকে নিজের নাম বদলে রেখেছিলেন ‘বৈশাখী শোভন ব্যানার্জী’, সঙ্গে ক্যাপশনে লিখেছিলেন ‘The journey from Me to We begins…’। আর তার ঠিক কিছুদিন পরই নিজের সমস্ত সম্পত্তি বান্ধবী বৈশাখীর নামে লিখে দিয়েছিলেন শোভন চট্টোপাধ্যায়। এবার স্বামীর থেকে ডিভোর্স চাইলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। যা নিয়ে রীতিমত জলঘোলা শুরু হয়েছে রাজনীতির অন্দরে।
এবিষয়ে বৈশাখী বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘গত ৩ বছর ধরে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন মনোজিৎ মণ্ডল। ওই মহিলার একটি মেয়েও আছে। এমনকি তাঁরা মাঝে মধ্যে বিদেশেও যায়। তাই ভারাক্রান্ত মন নিয়ে আর কোন বিবাদে না গিয়ে বিচ্ছেদের পথেই এগোতে চাই’।
তিনি আরও বলেন, ‘আমার স্বামী অন্য কারো সঙ্গে ঘুরতে যাচ্ছেন, একথা যখন অন্য কারো মুখ থেকে শুনতে হয়, তখন খুবই খারাপ লাগে। আর দেখুন আমারও তো মান-সম্মান আছে। তাই বৈবাহিক সম্পর্কের ইতি টেনে স্বামীকে মুক্তি দিতে চাই’।
অন্যদিকে এবিষয়ে বৈশাখীর স্বামী মনোজিৎ মণ্ডল জানান, ‘আমার ব্যক্তিগত জীবন নিয়ে কাউকে কোন উত্তর দিতে রাজি নই। আর বৈশাখী যখন একসঙ্গে থাকতে না চেয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে গিয়েছিল, তখন তাঁকে আপত্তি করিনি। তাই এখন কাউকে কোন কৈফিয়ত দিতে রাজি নই আমি’।