বাংলা হান্ট ডেস্কঃ লোকসভা ভোটের আগে পাঁচ দিনে ৭ জেলায় ম্যারাথন সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার নদিয়ার শান্তিপুরের সরকারি পরিষেবা প্রদান কর্মসূচি ছিল তৃণমূল সুপ্রিমোর। সেখান থেকেই একাধিক ইস্যুতে কথা বললেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি বারংবার মমতার কথায় উঠে এল এক আশঙ্কার কথা। নিজের কথায় মুখ্যমন্ত্রী সাফ বুঝিয়ে দিলেন তাকে জেলে ঢোকানো হলেও তিনি মোদী আর বিজেপির বিরুদ্ধে নিজের লড়াই চালিয়েই যাবেন।
প্রসঙ্গত, বুধবারই জমি দুর্নীতির মামলায়, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির হাতে গ্রেফতার হয়েছেন ঝাড়খণ্ডের সদ্য প্রাক্তন মুখ্য়মন্ত্রী এবং ‘INDIA’ জোটের শরিক JMM-এর প্রধান হেমন্ত সোরেন। এরপরই বৃহস্পতিবার তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন মমতা। সেই ঘটনা নিয়ে রীতিমতো উত্তপ্ত জাতীয় রাজনীতি। আর হেমন্ত সোরেন গ্রেফতারির ২৪ ঘণ্টা পেরোনোর আগেই হুঙ্কার করে উঠলেন মমতা।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘ভয় দেখিয়ে ভারতবর্ষে সবাইকে জেলে পুরে দিলেও আমাকেও যদি জেলে পোরে আমি জেল থেকে ফুটো হয়ে বেরিয়ে আসব।’ তবে জোট সঙ্গী হেমন্ত সোরেনের প্রসঙ্গ তোলেননি মমতা। পাশাপাশি এদিন বিজেপিকেও জোর আক্রমণ শানান মুখ্যমন্ত্রী।
মমতা বলেন, ‘‘নির্বাচনে জেতার জন্য সবাইকে জেলে ভরছেন?আমরা সব চোর? আর আপনারা কী সাধু? সব চোরেদের জমিদার, জোতদার। মানুষের টাকা লুট করে আবার বড় বড় কথা! চোরের মায়ের বড় গলা। শূন্য কলসি বাজে বেশি। আজ ক্ষমতায় আছে তাই এজেন্সি নিয়ে ঘুরছে। কাল ক্ষমতায় না থাকলে সব উধাও হয়ে যাবে।’’
আরও পড়ুন: হাতে মাত্র ১ ঘণ্টা! বজ্রবিদ্যুৎ সহ ঝেঁপে বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গের ১১ জেলায়: আবহাওয়ার খবর
নিজের দলের ‘অভিযুক্ত’ নেতাদের নিয়ে মমতা বলেন, ‘‘আমাদের ছেলেমেয়েরা কেউ চোর নয়। হাতের পাঁচটা আঙুল সমান নয়। তাই বলে পুরো হাতটাই কেটে ফেলতে হবে?’’ মমতার কথায়, সামান্য কিছু অংশ যারা দুর্নীতিতে জড়িয়ে গিয়েছে। তাদের বিরুদ্ধে দল ব্যবস্থাও নিয়েছে। কিন্তু তা বলে তৃণমূলই গোটাটাই ‘চোরেদের দল’! এমনটাই নয়। মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘‘সিপিএম থেকে কিছু লোক তৃণমূলে ঢুকেছিল। তারাই বিভিন্ন অন্যায় করেছে।’’