বাংলাহান্ট ডেস্ক : অভিযোগ সন্ত্রাসবাদী কার্যকলাপ। আর তাই অসমে (Assam) বুলডোজার চালানো হচ্ছে একের পর এক মাদ্রাসায় (Madrasa)। সম্প্রতি অসমের বোঙ্গাইগাঁওতে গুঁড়িয়ে দেওয়া হয়েছে একটি মাদ্রাসা। তা নিয়ে বিতর্ক ঠাণ্ডা হতে না হতেই আবরও হুঁশিয়ারি দিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তিনি পরিস্কার জানিয়ে দেন, কোনও মাদ্রাসায় দেশবিরোধী কাজ হলে সেটিকে গুঁড়িয়ে দেওয়া হবে।
বৃহস্পতিবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে হিমন্ত বলেন, ‘মাদ্রাসাগুলিকে ধ্বংস করা কখনওই আমাদের উদ্দেশ্য নয়। তবে সেখানে যাতে জেহাদি কার্যকলাপ না হয় সেদিকে আমরা জড়া নজর রাখছি। তবে, আমরা যদি নির্দিষ্টভাবে তথ্য পাই যে মাদ্রাসার আড়ালে কোনও ভারতবিরোধী কার্যকলাপ হচ্ছে, সেক্ষেত্রে সেগুলিকে অবশ্যই ভেঙে ফেলা হবে।’
গত মঙ্গলবারই অসমের বোঙ্গাইগাঁওয়ে বুলডোজারের সাহায্যে গুঁড়িয়ে দেওয়া হয় একটি মাদ্রাসা। ওই মাদ্রাসাটির সঙ্গে জঙ্গি গোষ্ঠী আল কায়দার (Al-Qaeda) যোগাযোগ ছিল বলে দাবি অসম প্রশাসনের। আল কায়দা যোগের অভিযোগে ক’দিন আগেই পাঁচ বাংলাদেশিকে গ্রেফতার করা হয়।
কিছুদিন আগে অসমে বাংলাদেশি জঙ্গি ঢুকেছে বলে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (Himanta Biswa Sarma)। যার পর প্রশাসন ধরপাকড় শুরু করেছে সে রাজ্যে। এখনও অবধি ৩৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে অনেকেই মাদ্রাসার ইমাম এবং শিক্ষক। হিমন্ত বিশ্ব শর্মার দাবি, আজকের অসম জিহাদি কার্যকলাপের কেন্দ্রস্থলে পরিণত হয়েছে। সাম্প্রতিককালের পাঁচটি ঘটনায় বাংলাদেশি জঙ্গি সংগঠন আনসারুল ইসলামের (Ansarul Islam) যোগ মিলেছে বলেও জানান তিনি। এই বিষয়ে সাধারণ মানুষকে সচেতন হতে বলেন অসমের মুখ্যমন্ত্রী। সন্দেহজনক কিছু দেখলে সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দিতে উপদেশ দেন তিনি।