মরে গেলে মরে যাব, তবুও সবার পাশে দাঁড়াব: বার্তা দিলেন মমতা ব্যানার্জী

বাংলাহান্ট ডেস্কঃ নবান্ন সভাঘরে কোভিড পরিস্থিতি নিয়ে সরকারি বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী (Mamata Banerjee)। সরকারি হাসপাতাল-সহ বেসরকারি হাসপাতাল গুলোকে কোভিড রোগী ছাড়া অন্যদের দেখভাল করার জন্য আর্জি জানান মুখ্যমন্ত্রী।

এদিন, নবান্ন সভাঘরে কোভিড পরিস্থিতি নিয়ে সরকারি বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। সেখানেই তিনি এই কথা বলেন। তিনি বলেন, “করোনা রুখতে মাস্ক পড়তেই হবে। সংক্রমণ রুখতে করোনা বিধি মানতেই হবে। ডিএম-ই হাসপাতালে গিয়ে বসা উচিৎ।” এরপরই তিনি চিকিৎসকদের কাছে আর্জি জানান, “অন্যান্য রোগের চিকিৎসাতেও সমান গুরুত্ব দিতে হবে। আমি চাই ভালো পরিষেবা, কি চাই বলুন?”

mamata banerjee tmc759

এছাড়াও তিনি বলেন, “সংক্রমণ রুখতে চিকিৎসকরা আলাদা শিল্ড ব্যবহার করুন। দরজা, জালনা খুলে রাখুন, ভাইরাস তাড়াতাড়ি বেরিয়ে যাবে। আমি যখন বাড়ি থাকি দরজা জালনা খুলে রাখি, রোদ ঢোকে, ভাইরাস বেরিয়ে যেতে পারে। আশা কর্মীদের বিশেষ সুতির চাদর দেওয়া হয়েছে।”

সবরকম সাহায্য করার আশ্বাস দিয়েছেন মমতা। ডাক্তাদের পাশে আছে সরকার যা প্রয়োজন জানান ব্যবস্থা করবে সরকার, এমনই বললেন মমতা। চিকিৎসকদের থেকে কি কি প্রয়োজন তার তালিকা তৈরি করে দ্রুত তা ব্যবস্থা করার কথা বললেন মমতা।

এছাড়া এদিন তিনি জানিয়েছেন, ৯ জুলাই থেকেই জারি হবে লকডাউন। এদিন বিকাল পাঁচটা থেকে লকডাউন শুরু হবে। আগামী সাতদিন পর্যন্ত চলবে লকডাউন।

corona death 1585965519 618x347

তিনি আরও জানিয়েছেন, আগামী সাতদিনের টানা লকডাউনের পরে আবার সিদ্ধান্ত নেওয়া হবে। সাতদিন পরে খতিয়ে দেখা হবে করোনা পরিস্থিতি। তারপরে আগামী দিনের সিদ্ধান্ত ঘোষিত হবে।


সম্পর্কিত খবর