দলের প্রয়োজনে সবকিছু করতে রাজি! জানিয়ে দিলেন বিরাট কোহলি

Published On:

বাংলা হান্ট নিউজ ডেস্ক: <span;>এবার নিজের পরবর্তী লক্ষ্য নিয়ে মুখ খুললেন তারকা ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি। প্রাক্তন ভারতীয় অধিনায়ক জানিয়েছেন তার সামনে এখন কেবলমাত্র দুটো লক্ষ্য, প্রথমত ভারতীয় দলকে আসন্ন এশিয়া কাপ জিততে সাহায্য করা এবং দ্বিতীয়ত অস্ট্রেলিয়ার মাটিতে আয়োজিত হতে চলা ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের খেতাব জয়ের স্বাদ পাওয়া।

<span;>এমনিতে আসন্ন এশিয়া কাপ শুরু হওয়ার কথা ছিল আগস্টের ২৭ তারিখ থেকে। টুর্নামেন্টটি শেষ হওয়ার কথা ছিল ১১ই সেপ্টেম্বরে। প্রাথমিকভাবে ঠিক ছিল যে প্রতিযোগিতাটি শ্রীলঙ্কার মাটিতে আয়োজিত হবে। কিন্তু এইমুহূর্তে শতাব্দীর সবচেয়ে খারাপ অর্থনৈতিক এবং রাজনৈতিক পরিস্থিতির মুখোমুখি দ্বীপরাষ্ট্র। তাই প্রতিযোগিতাটি সেখান থেকে সরিয়ে সংযুক্ত আরব আমিরশাহিতে নিয়ে যাওয়ার কথা হচ্ছে।

<span;>এরপরেই দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামবে ভারতীয় দল। সেই সিরিজ দুটি শেষ হওয়া মাত্র অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা দেবেন রোহিত শর্মারা। অক্টোবরের ১৬ তারিখ থেকে চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজিত হবে এবং ফাইনালটি খেলা হবে নভেম্বরের ১৩ তারিখে। আগামী বছরে ভারতের মাটিতে ওডিআই বিশ্বকাপের আগে এটিই হতে চলেছে ক্রিকেটের সবচেয়ে বড় আসর।

<span;>এরইমধ্যে একসময় ভারতীয় দলের সবচেয়ে ধারাবাহিক ক্রিকেটার হিসেবে পরিচিত বিরাট কোহলির সময়টায় একেবারেই ভাল যাচ্ছে না। টেস্ট ওয়ানডে ও টি-টোয়েন্টি কোন ফরমেটে তিনি নিজের পরিচিত ছন্দে নেই। কত ইংল্যান্ড সফরে সব ফরম্যাটের ৬ ইনিংস মিলিয়ে তিনি মাত্র ৭৫ রান করতে পেরেছিলেন। তা সত্ত্বেও স্টার স্পোর্টসের সঙ্গে একটি সাক্ষাৎকারে বিরাট কোহলি জানিয়েছেন যে তার প্রধান লক্ষ্য হলো দেশকে আসন্ন কয়েক মাসের মধ্যে আয়োজিত হতে চলা টি-টোয়েন্টি ও ওয়ান ডে বিশ্বকাপের খেতাব জেতানো। সেইসঙ্গে তিনি এটাও জানিয়ে দিয়েছেন যে দলের প্রয়োজনে তাকে যা করতে বলা হবে সেটাই তিনি করতে রাজি।

X