বাংলা হান্ট ডেস্ক : হুঁশিয়ারি সিধুর এর আগে পাক প্রধানমন্ত্রী ইমরান খানের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাঞ্জাবের প্রাক্তন মন্ত্রী নভজ্যোত সিং সিধু, যদিও সেই সময় কম বিতর্কের মুখে পড়তে হয়নি এবার আবারও পাক প্রধানমন্ত্রী ইমরান খানের নিমন্ত্রণ রক্ষা করতে যেতে একেবারে প্রস্তুত তিনি৷ তাই অনুমতি নেওয়ার জন্য ইতিমধ্যেই ভারতীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে পর পর দুটি চিঠি দিয়েছেন৷ তবে এ বার সরাসরি বিদেশ মন্ত্রককে জানিয়ে দিলেন যদি তৃতীয় চিঠির জবাব না পাওয়া যায় তাহলে তিনি ভিসা ছাড়াই পাকিস্তানে যাবেন৷
যেহেতু এর আগে পরপর দুটি চিঠিতেই ভারতীয় বিদেশ মন্ত্রক তরফে কোনও জবাব দেওয়া হয়নি তাই আদৌ পাকিস্তানের কর্তারপুর করিডোর উদ্বোধন অনুষ্ঠানে তিনি যেতে পারবেন কি না? তা নিয়ে ধন্ধে রয়েছে তাই তিনি তৃতীয় বার চিঠি দিয়ে তাঁর চিঠির জবাব দিতে এত দেরি এবং গাফিলতির কারণ জানতে চেয়েছেন, একই সঙ্গে চিঠির জবাব না পেলে সে ক্ষেত্রে ভবিষ্যতে তাঁর পদক্ষেপ অন্য রকম হবে এমনটাই বলেছেন৷
Navjot Singh Sidhu, Congress writes to EAM, S Jaishankar again, requesting permission to attend #KartarpurCorridor inauguration. Letter states,"Despite repeated reminders you haven't responded to whether or not the govt has granted me permission to go to Pak for the inauguration" pic.twitter.com/HUR9qO6A5b
— ANI (@ANI) November 7, 2019
এবং যদি তোমার চিঠির প্রত্যুত্তরে যেতে নিষেধ করা হয় সে ক্ষেত্রে একজন দায়িত্ববান নাগরিক হিসেবে তিনি সেখানে যাবেন না তবে চিঠির জবাব না দিলে কোনও রকম ভিসা ছাড়াই শিখ পূণ্যার্থীদের মতো পাকিস্তানে ঢুকবেন ঠিক এই ভাষাতেই হুঁশিয়ারি দিয়েছেন৷ এ প্রসঙ্গে বলতে গিয়ে কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রবি কুমার জানিয়েছেন এই দুইটি একটি ঐতিহাসিক অনুষ্ঠান তাই এ নিয়ে কোনও ভাবেই আলোচনা করতে চান না৷
উল্লেখ্য কয়েক মাস আগে পাক প্রধানমন্ত্রী ইমরান খানের শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন সিধু আর এর পরেই বিতর্কের মুখে পড়তে হয়েছিল৷