বাংলাহান্ট ডেস্কঃ বহুবার নানারকম বিতর্কিত মন্তব্যের জেরে দিলীপ ঘোষ (Dilip Ghosh) সংবাদ শিরোনামে উঠে এসেছেন। ২১ এর নির্বাচন যত এগিয়ে আসছে, ততই ভোট দখলের লক্ষ্যে এগোচ্ছে বাংলার রাজনৈতিক শিবির। তবে এরই মাঝে রবিবার উত্তর ২৪ পরগণার ঘোলা বিলকান্দায় আয়োজিত চা চক্রের মঞ্চ থেকে তৃণমূল কর্মীদের এক বিতর্কিত মন্তব্য করে ফের চর্চায় উঠে এলেন দিলীপ ঘোষ।
দিলীপ ঘোষের বিতর্কিত মন্তব্য
বিভিন জায়াগায় বিজেপি কর্মীদের উপর তৃণমূলের অত্যাচারের অভিযোগে দিলীপ ঘোষ বলে উঠলেন, ‘যারা পুলিশ দিয়ে মানুষকে ভয় দেখাচ্ছে, তাদের আমরা কোনমতেই ছাড়ব না। বাগে পেয়ে রাস্তায় সব তৃণমূল কর্মীদের ফেলে জুতোপেটা করব। কিছু ভুলছি না, সবকিছুই ডায়েরিতে লিখে রাখছি’।
আমরা শেষ অবধি লড়াই চালিয়ে যাব
২১ শের নির্বাচনকে কেন্দ্রে করে তিনি আরও বলেছেন, ‘২১ এর বিধানসভা নির্বাচনে তৃণমূল সম্পূর্ণ বিলীন হয়ে যাবে। প্রতিদিন সকালে বাংলার বিভিন প্রান্ত থেকে সহিংসতা ও হত্যার খবর আসে। আজকের দিনের এই সব নৃশংস্য কাজ দেখবার জন্যই কি মানুষ একদিন সরকার বদলেছিল? এতদিন ধরে বাংলার বিভিন্ন প্রান্তে বিজেপি কর্মীরা অক্লান্ত পরিশ্রম করে চলেছে। এখনও অবধি প্রায় ১০০ এরও বেশি বিজেপি কর্মী প্রাণ দিয়েছেন। কোন কিছুই আমরা বিফলে যেতে দেব না’।
সেইসঙ্গে দিলীপ ঘোষ আরও বলেন, তৃণমূলের বেশিরভাগ সদস্যরা চামচাগিরি করে নিজেদের পকেট ভরাচ্ছেন। সাধারণ মানুষদের থেকে বাচ্চাদের পড়াশুনার নাম করে অর্থ লুট করেছে। আমরা সব মনে রাখছি। বাংলায় পরিবর্তনের জন্য আমরা লড়াই চালিয়ে যাব’।
চ্যালেঞ্জ জানালেন কল্যাণ বন্দোপাধ্যায়
বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের এই কথার পরিপ্রেক্ষিতে তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দোপাধ্যায়, দিলীপ ঘোষকে অশিক্ষিত ও অসভ্য বলে চ্যালেঞ্জ করে বলেছেন, ‘আমি আপনাকে চ্যালেঞ্জ জানাচ্ছি- যদি ক্ষমতা থাকে, তাহলে আগে আমাকে জুতো মেরে দেখান’।