বাংলাহান্ট ডেস্ক : কালী বিতর্কে (Kali Controversy) মহুয়া মৈত্রের (Mahua Moitra) বিতর্কিত মন্তব্য শোরগোল ফেলেছে রাজ্য জুড়ে। ‘গ্রেফতার করতে হবে মহুয়াকে’ এই দাবিতে সরব হয়েছেন রাজ্য বিজেপির (BJP) সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। মহুয়ার নামে অভিযোগ দায়ের হয়েছে ৫৬টি। ভিন রাজ্যে তাঁর নামে দায়ের হয়েছে এফআইআরও। এবার এই বিতর্কের জবাব দিলেন কৃষ্ণনগরের তৃণমূল কংগ্রেস (AITC) সাংসদ মহুয়া মৈত্র।
আমি এমন ভারতে থাকতে চাই না যেখানে… তিনি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, আমি বিজেপিকে (BJP) চ্যালেঞ্জ করছি আমাকে ভুল প্রমাণ করে দেখাক।’ এরইসঙ্গে তিনি একটি ট্যুইটও করেছেন। সেই ট্যুইটে মহুয়া লিখেছেন, ‘আমি এমন ভারতে থাকতে চাই না যেখানে বিজেপির (BJP) পিতৃতান্ত্রিক, ব্রাহ্মণবাদী হিন্দুত্বের অস্তিত্ব রয়েছে। ওরা এইসব নিয়ে মাতামাতি করবে এবং আমরা ধর্মের চারপাশে সন্তর্পণে ঘুরব! যতদিন বাঁচব এর প্রতিবাদ করে যাব। যতগুলো এফআইআর (FIR) দায়ের করার করে নিন। এদেশের প্রতিটি আদালতে আপনাদের সঙ্গে দেখা হবে।’
I do not want to live in an India where BJP’s monolithic patriarchal brahminical view of Hinduism will prevail & rest of us will tiptoe around religion.
I will defend this till I die. File your FIRs – will see you in every court in the land. https://t.co/nbgyzSTtLf— Mahua Moitra (@MahuaMoitra) July 6, 2022
প্রসঙ্গত, দেবী কালীকে নিয়ে মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্যের সমর্থন করেনি তৃণমূল কংগ্রেস। এরপরই তিনি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের (AITUC) ট্যুইটার পেজটি আনফলো করে দেন। তবে তিনি ট্যুইটে মমতা বন্দ্যোপাধ্যায়কেই একমাত্র ফলো করে রেখেছেন। এই নিয়ে যখন বিতর্কের মেঘ ঘনাচ্ছে সেই সময়ই মহুয়া মৈত্র বলেন, ‘আমি আমার দলের একনিষ্ঠ সৈনিক, বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের।’ দলেই ট্যুইটার হ্যান্ডল আনফলো করার বিষয়ে মহুয়া মৈত্র বলেন, ‘আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুসরণ করি। আমি তাঁর দলে রয়েছি। আমি জানি না কী বার্তা যাচ্ছে এবং তা কতটা যুক্তিযুক্ত।’
আমার কাছে কালী মানে… উল্লেখ্য, কয়েকদিন আগেই দেবী কালীকে নিয়ে মহুয়া মৈত্রের মন্তব্যের বিরুদ্ধে রীতিমতো তোলপাড় শুরু হয়ে যায়। এক তথ্যচিত্রের পোস্টারে দেখা যায়, দেবী কালীর সাজে এক তরুণী ধূমপান করছেন। এই পোস্টার সামনে আসার পরেই রীতিমতো হইচই পড়ে গিয়েছিল বিশ্ব জুড়েই। সেই বিতর্কে জড়িয়ে পরেন তৃণমূল নেত্রী। এক অনুষ্ঠানে মহুয়া মৈত্রকে এই পোস্টার নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমার কাছে কালী মানে যিনি মাংস ভক্ষণ এবং সুরা গ্রহণ করেন। নিজের ভগবানকে তুমি কীভাবে দেখতে চাও তা কল্পনা করার অধিকার তোমার রয়েছে। কিছু জায়গা রয়েছে যেখানে ভগবানকে হুইস্কি দেওয়া হয়, আবার বেশ কিছু জায়গায় তা ভগবানের অপমানের সমান।’
তাঁর এই মন্তব্যের পরেই বিভিন্ন মহলে শোরগোল পড়ে যায়। এরপরেই তৃণমূল এক বিবৃতি দিয়ে জানায়, ‘মহুয়া মৈত্র দেবী কালীকে নিয়ে যে মন্তব্য করেছেন তা একান্তই তাঁর ব্যক্তিগত মতামত এবং এই মন্তব্যকে কোনও ভাবেই দল সমর্থন করে না। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এই ধরনের মন্তব্যের তীব্র বিরোধিতা করে।’