বাংলাহান্ট ডেস্কঃ সোমবার বিহারে নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণ সম্পন্ন হল। কিন্তু শপথ গ্রহণ অনুষ্ঠানে বিধানসভা ভবনের মধ্যে এক সমস্যারও সৃষ্টি হয়। AIMIM বিধায়ক আখতারুল ইমান (akhtarul iman) শপথ গ্রহণ অনুষ্ঠানে হিন্দুস্তান (Hindustan) শব্দটি নিয়ে আপত্তি জানান। শপথ গ্রহণের সময় তিনি হিন্দুস্থান শব্দটি উচ্চারণ করতে আস্বীকার করে, পরিবর্তে অন্য শব্দ প্রয়োগ করতে বলেন।
হিন্দুস্তান শব্দ ব্যবহারে আপত্তি বিধায়কের
শপথ গ্রহণের সময় বিধায়ক আখতারুল ইমান হিন্দিতে নয় উর্দু ভাষায় শপথ বাক্য পাঠ করেত ইচ্ছা প্রকাশ করেন। সেই মত ব্যবস্থা করা হলেও তিনি হিন্দুস্তান শব্দটি নিয়ে আপত্তি জানায়। হিন্দুস্তান শব্দটি পরিবর্তনের জন্য স্পিকারকে অনুরোধ করেন। তিনি হিন্দুস্তান শব্দটির বদলে ভারত শব্দটি ব্যবহার করতে বলেন। তাঁর কথায়, ভারতীয় সংবিধানের শপথ নেওয়া হয় হিন্দিতে। তবে মাইথিলি ভাষাতে হিন্দুস্তানের বদলে ভারত শব্দটি ব্যবহৃত হয়। তাই তিনি উর্দু ভাষাতেও হিন্দুস্তানের বদলে ভারত শব্দটি ব্যবহার করতে বলেন।
উত্তজনা সৃষ্টি হয় সাংসদ ভবনে
তিনি প্রশ্ন তোলেন, তিনি হিন্দুস্তানের সংবিধানের শপথ নিতে চান নাকি ভারতের সংবিধানের? এই ঘটনায় বিধানসভা ভবনে উত্তেজনার সৃষ্টি হয়। এই বিষয়ে প্রাক্তন স্পিকার জিতন রাম মাঞ্জিও হতবাক হয়ে যান।
আপত্তি জানান প্রাক্তন স্পিকার
প্রাক্তন স্পিকার জিতন রাম মাঞ্জি এই বিষয়ে আপত্তি জানিয়ে বলেন, এই ঘটনা একেবারেই প্রথম নয়। বিধানসভায় সর্বদাই ঐতিহ্য বজায় রেখে হিন্দুস্তান শব্দটি শপথ বাক্য পাঠ করার সময় উচ্চারণ করা হয়। কিন্তু তা সত্ত্বেও AIMIM বিধায়ক আখতারুল ইমানের উপর কোন প্রভাবই পড়েনি। তিনি নিজের জায়গাতেই অনড় থাকেন।