“ম্যাচ শেষ হলে ওকে উচিত শিক্ষা দেব” গাব্বার ঐতিহাসিক টেস্টে সতীর্থকে এই হুমকি দিয়েছিলেন রোহিত

বাংলা হান্ট নিউজ ডেস্ক: বারবার ভারতীয় দলের জার্সি গায়ে সদরঘাটের প্রমাণ করেছেন যে তিনি শুধু বল হাতে নয় ব্যাট হাতেও ভারতীয় দলের একটি গুরুত্বপূর্ণ সম্পদ। ভয়ংকর হয়ে ওঠা পার্টনারশিপ ভাঙ্গা এবং শেষদিকে চালিয়ে ব্যাটিং করে বড় রান করা এগুলি খেলার গুরুত্বপূর্ণ অংশ। টেস্ট ক্রিকেটে শার্দুল মোট তিনটি অর্ধশতরান করেছেন এবং তিনটি এসেছিল গুরুত্বপূর্ণ সময় যখন দলের অবস্থা খুব একটা ভালো ছিল না।

গাব্বা টেস্টে তার স্মরণীয় যোগদানের কথা ক্রিকেটপ্রেমীদের চিরদিন মনে থাকবে। সেই সময় তাঁর এবং ওয়াশিংটন সুন্দরের পার্টনারশিপ ভারতকে ম্যাচে ফিরিয়ে এনেছিল। সেটি ছিল শাটলের টেস্ট কেরিয়ারের প্রথম আন্তর্জাতিক অর্ধশতরান। এরপরে তিনি কয়েক মাস পরেই ইংল্যান্ডের ওভালে জোড়া অর্ধশতরান করেছিলেন যা ভারতকে টেস্টটি জিততে সাহায্য করেছিল।

Shardul Thakur

কিন্তু এহেন শার্দুল ঠাকুরের গাব্বা টেস্টের দ্বিতীয় ইনিংসে এমন একটি কান্ড করেছিলেন যে রোহিত শর্মা তার ওপর অত্যন্ত ক্ষুব্ধ হয়েছিলেন। অজিঙ্কা রাহানে সম্প্রতি একটি তথ্যচিত্রের খাতিরে সেই টেস্টের দ্বিতীয় ইনিংসের কথা সকলের সামনে এনেছেন। সেই ঐতিহাসিক ৩২৮ রান তাড়া করার সময় উইকেট-রক্ষক ব্যাটার রিশভ পন্থ সেট হয়ে গিয়েছিলেন। উল্টোদিক থেকে পরপর আউট হয়েছিলেন ময়ঙ্ক আগারওয়াল এবং ওয়াশিংটন সুন্দর। সেই সময় যখন শার্দুল ঠাকুর ব্যাট করতে নাম ছিলেন তখন রোহিত শর্মা তাকে বলেন “এটি তোমার কাছে সুযোগ নায়ক হওয়ার।”

শার্দূল সেই কথা শুনে মাথা নেড়ে ব্যাট করতে নেমেছিলেন। কিন্তু ব্যাট করতে গিয়ে রাহানের মতে তিনি অতি উৎসাহী হয়ে বড় শট খেলতে গিয়ে তিনি কিছুক্ষণ পরেই স্কোয়ার লেগে ধরা পড়েন। রাহানে জানিয়েছেন যে ড্রেসিংরুমে সকলেই ক্ষুব্ধ হয়ে গিয়েছিলেন। তারমধ্যে রোহিত শর্মা এতটাই রেগে উঠেছিলেন যে তিনি পাশে বসা রাহানেকে বলেছিলেন, “ম্যাচ শেষ হোক, তারপর ওকে (শার্দূল ঠাকুর) উচিত শিক্ষা দেব।” কিন্তু শেষপর্যন্ত রিশভ পন্থের ৮৯ রানের দুর্দান্ত ইনিংসে ভর করে ভারত ৩২ বছরের অজি দম্ভ গুঁড়িয়ে প্রথম দল হিসেবে গাব্বায় টেস্ট জিতেছিল।


Reetabrata Deb

সম্পর্কিত খবর