সমস্ত সেকুলার দলগুলিকে একজোট করে বিজেপির বিরুদ্ধে নির্বাচনে লড়বঃ সমাজবাদী পার্টির নেতা

বাংলাহান্ট ডেস্কঃ কেন্দ্রের ক্ষমতা থেকে বিজেপিকে (Bharatiya Janata Party) সরাতে উঠে পড়ে লেগেছে অন্যান্য সকল রাজনৈতিক দল। প্রগতিশীল সমাজবাদী পার্টির জাতীয় সভাপতি শিবপাল যাদব (Shivpal Singh Yadav) আসন্ন বিধানসভা নির্বাচনকে টার্গেট করে বিজেপিকে ক্ষমতা থেকে সরানোর জন্য সকল ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দলকে এক প্ল্যাটফর্মে আসার আহ্বান করেছেন।

আসন্ন বিধানসভা নির্বাচনে নিজেদের ক্ষমতা প্রদর্শনের ক্ষমতায় নেমে পড়েছে সকল রাজনৈতিক শিবির। একদিকে চলছে প্রতিশ্রুতি দেওয়ার প্রতিযোগিতা, আর অন্যদিকে চলছে দল ভাঙ্গা গড়ার খেলা। বিজেপিকে কেন্দ্রের ক্ষমতা থেকে টলাতে সকল রাজনৈতিক দল একজোট হচ্ছে। একতার সঙ্গে কেন্দ্রের বিরুদ্ধে তাদের লড়াই চালিয়ে যাচ্ছে।

shivpal singh yadav 1547102914

প্রগতিশীল সমাজবাদী পার্টির জাতীয় সভাপতি শিবপাল যাদব মঙ্গলবার একটি বিয়ে বাড়িতে উপস্থিত হয়েছিলেন। সেখান থেকেই তিনি কেন্দ্রের বিরোধিতা করে বলেছিলেন, শুধুমাত্র দেশের কৃষকরাই নয়, ব্যবসায়ী, ছাত্র, যুবক, দলিত সকলেই বিজেপির উপর ক্ষিপ্ত। সকলেই বিজেপি সরকারের সিদ্ধান্তকে মানতে পারছে না।

সম্প্রতি প্রগতিশীল সমাজবাদী পার্টির উদ্যোগে গ্রামে গ্রামে পদযাত্রা চলাকালীন লোকেদের মধ্যে থেকে বিজেপি বিরোধী নানারকম প্রতিক্রিয়া দেখা গিয়েছিল। এমনকি পদযাত্রার সময় প্রতিটি জেলা থেকে বেকারদের তালিকা তৈরি করে সকলকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। এমনকি ক্ষমতায় এলে বেকারদের চাকরি দেওয়ার প্রতিশ্রুতিও দেয়।
তিনি আরও বলেন, করোনা সংক্রমণের হাত থেকে বাঁচার জন্য সরকারকে সস্তার ওষুধের ব্যবস্থা করতে বললেও, সরকার তা করেনি। তারা পরবর্তী সময়ে এগিয়ে যাওয়ার বিষয়ে এমনকি এইআইএমআইএম প্রধান ওয়েসির সঙ্গেও নানাবিষয়ে কথাবার্তা বলছেন।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর