বাংলাহান্ট ডেস্কঃ বিকাশ দুবে (Vikash dubey), বেশ কিছুদিন ধরে সংবাদ মাধ্যমের শিরোনামে উঠে আসা এই লোকটি আট পুলিশ কর্মীকে প্রকাশ্যে হত্যা করেছিল। ৩ রা জুলাই Kanpurর বিকরু গ্রামে বিকাশ দুবে এবং তাঁর দলবল এই নৃশংস্য কাজ করার পরে ফেরার হয়ে যায়। পুলিশি তল্লাশিতে গত ১০ ই জুলাই পুলিশের হাতে ধরা দেয় বিকাশ দুবে।
বিকাশ দুবে এনকাউন্টার রহস্য
বিকাশ দুবেকে গ্রেপ্তার করে কানপুরে আনার পথে পালানোর চেষ্টা করলে, তাঁকে এনকাউন্টার করে মারা হয়। তবে এই ঘটনার পর উঠেছিল নানান প্রশ্নও। আট পুলিশকর্মীকে যে লোকটা হত্যা করেছে, সে কি করে পুলিশের কাছে ধরা দেয়? এটা আবার কোন রাজনৈতিক চাল নয়তো? তবে নানা রকম প্রশ্ন উঠলেও, বিকাশ দুবের স্ত্রী রিচা দুবের এরই মধ্যে এক বিস্ফোরক মন্তব্য করেছেন।
বাচ্চাদের নিয়ে পালিয়ে যাও
রিচা দুবে জানিয়েছেন, ‘১৯৯৬ সালে আমাদের বিয়ে হয়। কিন্তু বিয়ের পর প্রায় তিন বছর আমরা একসাথে থাকলেও, তারপর ওর অত্যাচারী স্বভাবের কারণে সন্তানদের নিয়ে আমি বাপের বাড়ি চলে যাই। তবে মাঝে মাঝে আমি বিকরু গ্রামে যেতাম, বাচ্চাদের নিয়ে। সেইরকমই ৩ রা জুলাই ঘটনার রাতে আমরা ওখানেই ছিলাম। কিন্তু রাত দুটোর সময় বিকাশ ফোনে বলে পুলিশের সাথে ওর ঝামেলা হয়েছে, তাই বাচ্চাদের নিয়ে ওখান থেকে পালিয়ে যেতে’।
রিচার বিস্ফোরক মন্তব্য
এরপর রিচা দুবে জানান, ‘ও যে আট পুলিশকর্মীকে হত্যা করেছে, সেই খবর আমি জানতাম না। পুলিশ আমাদের রক্ষা করেন। আর সেই পুলিশকেই ও হত্যা করেছে। তাঁদের পরিবারকে ধবংসের মুখে ঠেলে দিয়েছে। আরও লোককে ভয়ও দেখিয়েছে। আমি যদি ওই ঘটনাস্থলে থাকতাম, তাহলে ওখানেই ওকে গুলি করে খুন করতাম’। তবে রিচা দাবী করছেন, বিকাশের এই অপরাধ জগতের সাথে তাঁর কোন সম্পর্কই ছিল না। কিন্তু পুলিশের কাছে খবর আছে, বিকাশের বেআইনি কার্যকলাপের সঙ্গে রিচা জড়িত ছিল।