বাংলা হান্ট নিউজ ডেস্ক: বিশ্ব ক্রিকেটে বিরাট কোহলির মতো ধারাবাহিক ক্রিকেটার খুব কম এসেছে। কিন্তু গত দু’বছর ধরে অফ ফর্মের সঙ্গে যুঝতে হচ্ছে তাকে। একসময় শতরান করাকে ডাল-ভাতে পরিণত করে নেওয়া বিরাট এখন একটি ভদ্রস্থ স্কোর করতেও সমস্যায় পড়েছেন। তার আর ভারতীয় দলে থাকা উচিত কিনা সেই নিয়েও প্রশ্ন উঠে যাচ্ছে।
এবার বিরাট কোহলির বিরুদ্ধে তোপ দেগেছেন আরো একটা কোন ভারতীয় ক্রিকেটার। কিছুদিন আগে কোহলির টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়া উচিত বলে মন্তব্য করেছিলেন কপিল দেব।তার যুক্তি ছিল যখন টেস্টের সেরা বোলার দের একজন অশ্বিন দল থেকে বাদ পড়তে পারেন টিম কম্বিনেশনের স্বার্থে তাহলে বিরাট কোহলিকে টি-টোয়েন্টি থেকে বাদ দেওয়া টা এত কঠিন হয়ে দাঁড়াচ্ছে কেন? যদিও কপিলের মন্তব্যের পরিপ্রেক্ষিতে বিরাট কোহলির পাশেই দাঁড়িয়েছিলেন রোহিত।
এবার যিনি বিরাটের দলে থাকা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন তিনি হলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অজয় জাদেজা। নব্বইয়ের দশকে ভারতীয় দলের চুটিয়ে ক্রিকেট খেলা অজয় জাদেজা বলেছেন যে তিনি যদি করেন তাহলে সেই দলে বিরাট কোহলির জায়গা হবে না। তার মতে ভারত এখন আগ্রাসী ক্রিকেট খেলছে যার সঙ্গে বিরাট কোহলির বর্তমান ফর্ম মিল খাচ্ছে না।
অজয় জাদেজা বলেছেন “আমি জানিনা রোহিত শর্মা কি ভাবছে, কিন্তু তাকে এই নিয়ে সিদ্ধান্ত নিতে হবে। কারণ ভারতীয় দল এখন অনেক আগ্রাসী ক্রিকেট খেলছে তারা অনায়াসে ১৯০ থেকে ২০০ রান তুলতে পারছে। তো এমন দলে আগ্রাসী মানসিকতা তরুণ ক্রিকেটাররা থাকবেন এটাই স্বাভাবিক। বিশ্বকাপ এগিয়ে আসছে রোহিতকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে।