বাংলা হান্ট নিউজ ডেস্ক: গতকাল পোল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ জিতে নিজেদের গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচ হারের ধাক্কা কাটিয়ে বিশ্বকাপের ‘শেষ ১৬’ পর্বের জন্য যোগ্যতাঅর্জন করেছে আর্জেন্টিনা। প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধে ম্যাক অ্যালিস্টার এবং জুলিয়ান আলভারেজের গোলে ভর করে পোল্যান্ডকে হারিয়েছে তারা। নিজেদের গ্রুপের শীর্ষস্থানে থেকে পরের রাউন্ডে পৌঁছে গিয়েছে তারা।
কিন্তু গতকাল রাত থেকে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে পোল্যান্ড গোলরক্ষক উইচেক সেজনির পারফরম্যান্স নিয়ে। সকলের মতে পোল্যান্ড নেতিবাচক মানসিকতা নিয়ে ফুটবল খেলতে নেমেছিল। আর্জেন্টিনা ডিফেন্সকে চাপে ফেলার কোনরকম চেষ্টাই করেনি তারা। ফলে এক সময় লড়াইটা হয়ে দাঁড়িয়েছিল আর্জেন্টিনার আক্রমণ ভাগ বনাম পোল্যান্ডের গোলরক্ষকের।
এমন অবস্থায় দি মারিয়া, জুলিয়ান আলভারেজের অসংখ্য শট বাঁচানোর সাথে সাথেই লিওনেল মেসির একটি পেনাল্টিও কালকে বাঁচিয়ে দিয়েছিলেন সেজনি। কিন্তু দলের ভুল এবং নেতিবাচক স্ট্রেটেজের কারণে তার ম্যাচের হিরো হওয়া হয়নি। কিন্তু কালকে বিশ্বকাপে মেসিকে দ্বিতীয়বার পেনাল্টি থেকে গোল করতে রুখে দিয়ে নিজেকে রাতারাতি তারকা করে তুলেছেন জুভেন্টাস গোলরক্ষক।
এই সুযোগে মেসিকে আক্রমণ করেছেন বাংলাদেশের জনপ্রিয় লেখিকা তসলিমা নাসরিন। বিশ্ব ফুটবলে সর্বকালের অন্যতম সেরা ফুটবলার হওয়া স্বত্ত্বেও মেসির নামের পাশে রয়েছে বিশ্ব ফুটবলে সবচেয়ে বেশিবার পেনাল্টি মিস করার (৩১) রেকর্ড। সেই নিয়েই লেখিকা আক্রমণ করেছেন আর্জেন্টাইন মহাতারকাকে।
নিজের ফেসবুক পোস্ট এর মধ্যে দিয়ে তসলিমা বলেছেন, “মনে হচ্ছে ওই পেনাল্টি কিকগুলো আমি হলেও মিস করতাম না। কিন্তু মিস করলেন মেসি। পুরোই মেস। কোনও মানে হয়? বিশ্বকাপে তিনটে পেনাল্টি কিকের মধ্যে দুটোই মিস করলেন মেসি। আর এঁকে নিয়ে লোকের ম্যাডনেসের সীমা নেই। শুনেছি খেলতে গিয়ে এ পর্যন্ত ২৯টা নাকি ৩১টা পেনাল্টি উনি মিস করেছেন। উফ! ভাবা যায়?” বলাই বাহুল্য এই মন্তব্যের পর সকল ফুটবলপ্রেমীরাই তাকে নিয়ে ব্যঙ্গ করছেন সোশ্যাল মিডিয়ায়।