বাংলা হান্ট ডেস্কঃ ভারতে (India) এই সময় চিন (China) আর নেপাল (Nepal) বর্ডারে হওয়া উত্তেজনা নিয়ে চর্চা জারি আছে। আর এরই মধ্যে আজ স্বদেশী যুদ্ধ বিমান তেজসের (LCA Tejas) দ্বিতীয় স্কোয়াড্রান ভারতীয় বায়ুসেনায় যুক্ত হল। এই স্কোয়ড্রানের নাম ফ্লাইং বুলেটস রাখা হয়েছে। খোদ বায়ুসেনা প্রধান RKS ভাদোরিয়া লড়াকু বিমান তেজসকে নিয়ে আকাশে উড়ে যান।
IAF Chief Air Chief Marshal RKS Bhadauria today flew the Light Combat Aircraft Tejas fighter with 45 Squadron at Air Force Station Sulur. He flew the single-seater LCA. pic.twitter.com/Edu0X3hMEW
— ANI (@ANI) May 27, 2020
আজ এই অনুষ্ঠানের আয়োজন তামিলনাড়ুর কোয়াম্বাটুরের পাশে সুলুর এয়ারফোর্স স্টেশনে করা হয়। এই স্কোয়াড্রান LCA তেজস বিমানের। তেজসকে আকাশে উড়ানো এটা বায়ুসেনার দ্বিতীয় স্কোয়াড্রান।
वायु सेना प्रमुख, एयर चीफ मार्शल आर के एस भदौरिया ने आज सुबह #LCA तेजस लड़ाकू विमान में वायुसेना स्टेशन सुलूर में उड़ान भरी। वायु सेना प्रमुख आज #मेक_इन_इंडिया तेजस के वायु सेना में दूसरे स्क्वाड्रन #18स्क्वाड्रन के पूर्ण संचालन हेतु वायु सेना स्टेशन, सुलुर की यात्रा पर है। pic.twitter.com/3raab6v8VH
— Indian Air Force (@IAF_MCC) May 27, 2020
বায়ুসেনা একটি লড়াকু বিমান তেজসকে HAL এর থেকে কিনেছে। নভেম্বর ২০১৬ সালে বায়ুসেনা ৫০ হাজার ২৫ কোটি টাকা খরচ করে ৮৩ টি মারক-১এ কেনার মঞ্জুরি দিয়েছিল। এই চুক্তিতে অন্তিম সমঝোতা ৪০ হাজার কোটি তাকায় হয়। এর মানে ২০১৬ এর থেকে ১০ হাজার কোটি টাকা কম দামে নতুন চুক্তি হয়।
IAF Chief Air Chief Marshal RKS Bhadauria will operationalise No. 18 Squadron ‘Flying Bullets’ of the Indian Air Force at the Sulur airbase, today. The Squadron will be equipped with LCA Tejas FOC Aircraft and will be the second IAF squadron to fly LCA Tejas.#TamilNadu pic.twitter.com/1wsqFDlh6j
— ANI (@ANI) May 27, 2020
উল্লেখ্য, এয়ারফোর্স স্কোয়ার্ডান ১৮ এর শুভারম্ভ ১৯৬৫ এ হয়েছিল। এই স্কোয়ার্ডান ১৫ এপ্রিল ২০১৬ এর আগে মিগ ২৭ বিমান উড়াত। ওই স্কোয়ার্ডানকে এই বছর ১লা এপ্রিলে সুলুর থেকে আবারও শুরু করা হয়। যদি লড়াকু বিমান তেজসের কথা বলি তো, এটি ফোর্থ জেনারেশনের একটি হালকা যুদ্ধ বিমান। চতুর্থ প্রজন্মের সমস্ত বিমানের থেকে হালকা হল ভারতের এই স্বদেশী বিমান।
স্কোয়ার্ডানের অভাবে ভোগা বায়ুসেনা এই বছর ৩৬ টি লড়াকু বিমানের প্রথম খেপ ফ্রান্সের থেকে পাওয়া শুরু করছে। আর এর মধ্যে তেজসের নতুন স্কোয়ার্ডান বায়ুসেনায় যুক্ত হওয়া খুবই ভালো সঙ্কেত।
উল্লেখ্য, বায়ুসেনায় তেজসের নতুন স্কোয়ার্ডানের এন্ট্রি তখন হচ্ছে, যখন সীমান্ত নিয়ে ভারত আর চিনের উদ্বেগ লাগাতার বেড়েই চলেছে। বিগত কিছুদিন ধরে লাদাখে চিন আর ভারতের সেনা মুখোমুখি হয়েছে। এরপর থেকে বর্ডারে ভারতের তরফ থেকে জওয়ানদের সংখ্যা বাড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়াও ভারত নিজের এলাকায় আরও শক্তি বৃদ্ধি করার দিকে জোর দিচ্ছে।