একই দিনে দুর্ঘটনার কবলে বায়ুসেনার তিনটি বিমান! ভেঙে পড়ল মিরাজ ও সুখোই

বাংলাহান্ট ডেস্ক : একই দিনে এবং মোটামুটি একই সময়ে দেশের দুই রাজ্য রাজস্থান (Rajasthan) ও মধ্যপ্রদেশে (Madhya Pradesh) দুটি বড়সড় বিমান দুর্ঘটনা ঘটে গিয়েছে। দুটি চাটার্ড বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনার জেরে এলাকা দেশজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের মোরেনায় এবং রাজস্থানের ভরতপুরে। দুর্ঘটনায় (Accident) উড়োজাহাজগুলো (Planes) সম্পূর্ণ রূপে ধ্বংস (Crashed) হয়ে গিয়েছে বলেই জানা গিয়েছে। জোরকদমে চলছে উদ্ধার কাজ।

সূত্রের খবর, ভরতপুরে বিধ্বস্ত হওয়া চার্টার্ড বিমানটি আগ্রা থেকে রওনা দিয়েছিল। একই সময়ে, মোরেনায় বিধ্বস্ত বিমান দুটিরও গোয়ালিয়র বিমান ঘাঁটি থেকে যাত্রা শুরু হয়। ভরতপুরের ডিএম অলোক রঞ্জন জানিয়ে ছিলেন, ভরতপুরের কাছে একটি চার্টার্ড বিমান বিধ্বস্ত হওয়ার খবর প্রকাশ্যে আসতেই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও প্রশাসনের দল। পাশাপাশি প্রতিরক্ষা দপ্তরের তরফে জানানো হয়েছে, একটি সুখোই-৩০ এবং একটি মিরাজ-২০০০ বিমান মোরেনায় বিধ্বস্ত হয়েছে।

জানা গিয়েছে, সুখোই-৩০ এবং মিরাজ-২০০০ দুটি বিমানই গোয়ালিয়র বিমান ঘাঁটি থেকে পাড়ি দেয়। সেখানে প্রশিক্ষণের একটি মহড়া চলছিল। এই দুর্ঘটনায় দুইজন পাইলট আহত হয়েছেন। এছাড়াও, আরও একটি তথ্য অনুযায়ী, রাজস্থানের ভরতপুরে যেখানে বড় দুর্ঘটনাটি ঘটেছে তার ঠিক কাছেই ছিল ভরতপুরের পিংগোরা রেলস্টেশন।

https://twitter.com/W0lverineupdate/status/1619209270213632001?s=20&t=iR2rm7ep-pxbgaXD_aER7Q

প্রসঙ্গত উল্লেখ্য, এই দুই ঘটনার ফলে রাজস্থানের ভরতপুর এবং মধ্যপ্রদেশের মোরেনা এলাকার মানুষজন রীতিমতো ভীত সন্ত্রস্ত হয়ে যায়। ভরতপুরের দুর্ঘটনায় বিমানচালকের খোঁজ মেলেনি। তাঁর সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে। বিমানে কত জন ছিলেন, তা-ও স্পষ্ট নয়। যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর