‘আকাশগঙ্গা’ টিমের স্কাই ডাইভিং ভিডিও শেয়ার করল ভারতীয় বায়ুসেনা, দেখুন সেই রোমাঞ্চকর ভাইরাল ভিডিও

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বর্তমানে মানুষের জীবনের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে রয়েছে মোবাইল ফোন। আর মোবাইল মানেই সোশ‍্যাল মিডিয়া। আট থেকে আশি সকলেই এখন সোশ‍্যাল মিডিয়ার ভক্ত। ইন্টারনেট যেন আষ্টেপৃষ্টে বেঁধে ফেলেছে মানুষকে। সোশ‍্যাল মিডিয়ার বিভিন্ন প্ল‍্যাটফর্মে প্রতিদিন হাজারো ভিডিও (video) শেয়ার হয়। তার মধ‍্যে বেশ কিছু ভিডিও হয়ে যায় ভাইরাল (viral)। লাখ লাখ লাইক ও কমেন্ট হয়ে যায় এক একটি ভিডিওতে।
সম্প্রতি সোশ‍্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ভারতীয় বায়ুসেনার (Indian air force) স্কাই ডাইভিংয়ের (sky diving) একটি রোমহর্ষক ভিডিও। ভারতীয় বায়ুসেনার একটি বিশেষ টিম ‘আকাশগঙ্গা’র (akash ganga) স্কাই ডাইভিংয়ের ভিডিও শেয়ার করা হয়েছে ভারতীয় বায়ুসেনার অফিশিয়াল টুইটার হ‍্যান্ডেলে।


স্কাই ডাইভিংয়ের শুরুর প্রস্তুতি থেকে শেষ পর্যন্ত পুরোটাই দেখানো হয়েছে ২ মিনিট ১৬ সেকেন্ডের এই ভিডিওতে। আর তা এতই রোমাঞ্চকর যে এক মুহূর্তের জন‍্যও ভিডিও থেকে চোখ সরবে না। ভারতীয় বায়ুসেনার অফিসারদের দক্ষতাই ফুটে উঠেছে এই ভিডিওতে।
এই অফিসাররা যে কতটা সাহসী ও নিজের কাজে নিপুণ তা ভিডিওটি দেখলেই স্পষ্ট হবে। বিমান থেকে ঝাঁপ দিয়ে মাঝ আকাশে নানান স্টান্টও দেখান তাঁরা। এই ভিডিও এখন ভাইরাল নেটদুনিয়ায়। ৫ হাজারের বেশি লাইক পড়েছে ভিডিওটিতে। পঞ্চাশ হাজারেরও বেশি মানুষ দেখেছেন এই ভিডিও।

উল্লেখ‍্য, ১৯৮৭ সালে ভারতীয় বায়ুসেনার আকাশগঙ্গা টিমটি গঠন হয়। প‍্যারাট্রুপারস ট্রেনিং স্কুলের সর্বাপেক্ষা সাহসী ও দক্ষ ১৪ জন প‍্যারা ইনস্ট্রাকটারদের নিয়ে গঠিত হয় এই বিশেষ টিম।

X