অবিশ্বাস্য! এই IAS অফিসারের বেতন ১ টাকা! তবুও কাঁড়ি কাঁড়ি সম্পত্তির মালিক কীভাবে হলেন ?

বাংলাহান্ট ডেস্ক: এই মুহূর্তে ভারতের সবথেকে ধনী সিভিল সার্ভেন্ট অমিত কাটারিয়া। এই IAS অফিসার বেতন হিসাবে নেন মাত্র ১ টাকা। তবে তাঁর সম্পত্তির পরিমাণ চোখে পড়ার মতো। একদা গুরুগ্রামের বাসিন্দা অমিত সিভিল সার্ভিস এক্সামিনেশন অর্থাৎ সিএসই-এর মতো কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইএএস অফিসার হয়েছেন।

১ টাকা বেতনের IAS অফিসার

তবে তাঁর বেতনের অঙ্ক এখন অনেকের কাছেই কৌতূহরের বিষয়। সূত্রের খবর, দিল্লি পাবলিক স্কুলে পড়াশোনা করেছেন অমিত। দিল্লি আইআইটি থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক হন। ২০০৩ সালে ইউপিএসসি (Union Public Service Commission) পরীক্ষায় অমিত কাটারিয়া ১৮ তম স্থান দখল করে নিজের প্রতিভার স্বাক্ষর রাখেন।

IAS

তবে এত মেধাবী ছাত্র অমিত লোভনীয় চাকরিতে যোগদান করার পরেও নিজেকে দূরে রেখেছেন লোভ থেকে। জনগণের সেবার উদ্দেশ্যে উৎসর্গিত করেছেন নিজের জীবন। সরকারের থেকে বেতন হিসাবে নিচ্ছেন মাত্র ১ টাকা। মাত্র ১ টাকা বেতন হিসাবে নেওয়া এই আইএএস অফিসার কীভাবে কোটি কোটি টাকার মালিক সেই নিয়ে স্বাভাবিকভাবেই আপনাদের মনে প্রশ্ন উঠছে।

আরোও পড়ুন : ফের বাধা বিয়েতে, আপনজনের মৃত্যু শ্বেতার পরিবারে! আটকে প্রস্তুতি

বলে রাখি অত্যন্ত ধনী ব্যবসায়ী পরিবারের ছেলে অমিত। দিল্লি এবং পার্শ্ববর্তী এলাকায় রিয়েল এস্টেটের ব্যবসা রয়েছে অমিতের পরিবারের। তবে সোনার চামচ মুখে নিয়ে জন্মানো অমিত চেয়েছিলেন জনগণের সেবা করতে। তাই আইএএসের (IAS) মতো লোভনীয় চাকরিতে যোগদান করেও সরকারের থেকে নিচ্ছেন মাত্র ১ টাকা বেতন।

20241112073708 BeFunky collage 2024 11 12T130534.487

২০১৫ সালে যখন ছত্তিশগড়ের বাস্তার জেলাশাসক হিসেবে অমিত দায়িত্ব সামলাচ্ছিলে তখনো তিনি উঠে এসেছিলেন খবরের শিরোনামে। নিজের এলাকায় প্রোটকল ভেঙে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তিনি সানগ্লাস পরে স্বাগত জানিয়েছিলেন। এই বিষয়টি নিয়ে তখন বেশ জলঘোলা হয়েছিল মিডিয়ায়। তবে অমিতের নিষ্ঠা ও জনগণকে সেবা করার মহৎ উদ্দেশ্য বরাবর আলোচিত হয়ে এসেছে জনসমক্ষে। সবশেষে জানিয়ে রাখি মাত্র ১ টাকা বেতন নেওয়া আইএএস অফিসার অমিতের সম্পত্তির পরিমাণ প্রায় ৮.৯০ কোটি টাকা।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর