বাংলা হান্ট ডেস্ক: আমাদের দেশের একটি অন্যতম কঠিন পরীক্ষা হল UPSC। প্রতিবছর লক্ষ লক্ষ প্রার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করলেও তাঁদের মধ্যে মাত্র কয়েকজনই সফলতা হাসিল (Success Story) করতে পারেন। তবে, বর্তমান প্রতিবেদনে আজ আমরা আপনাদের কাছে এমন একজন ব্যক্তি প্রসঙ্গ উপস্থাপিত করব যিনি স্কুল-কলেজে বিভিন্ন সময়ে ফেল করেও UPSC-তে বাজিমাত করেছেন। হ্যাঁ, প্রথমে বিষয়টি পড়ে কিছুটা অবাক হলেও ঠিক এই ঘটনাই ঘটেছে।
UPSC পরীক্ষায় বাজিমাত (Success Story) অনুরাগের:
মূলত, আজ আমরা আপনাদের কাছে IAS অফিসার কুমার অনুরাগের বিষয় জানাবো। যিনি তাঁর ব্যর্থতাকে দূরে সরিয়ে রেখেই স্বপ্নপূরণের লক্ষ্যে সঠিকভাবে পরিশ্রম করে UPSC পরীক্ষায় সফলতা হাসিল (Success Story) করেন। আর এইভাবেই তিনি তৈরি করেছেন বিরাট নজির। বিহারের কাটিহার জেলার বাসিন্দা অনুরাগ হিন্দি মাধ্যমে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা শেষ করেছেন। এরপর উচ্চশিক্ষার জন্য মাধ্যম পরিবর্তন করেন তিনি। অনুরাগ, এমনিতেই পড়াশোনায় ভালো হলেও মাধ্যম পরিবর্তন করার ফলে প্রি-বোর্ড পরীক্ষায় তিনি ফেল করেন। এরপর বোর্ড পরীক্ষাতেও কম নম্বর আসে তাঁর। দ্বাদশ শ্রেণির পড়াশোনা শেষে তিনি দিল্লিতে চলে আসেন।
স্কুলের পড়া শেষ করে কুমার অনুরাগ অর্থনীতি পড়ার জন্য দিল্লির শ্রীরাম কলেজ অফ কমার্সে ভর্তি হন। দিল্লিতে বাড়ি থেকে দূরে থাকতে ভালো লাগেনি অনুরাগের। ফলে তিনি স্নাতক পর্যায়ে একাধিক বিষয়ে ফেল করেন। তিনি ২০১৪ সালে SRCC-তে স্নাতক হন এবং ২০১৬ সালে দিল্লি স্কুল অফ ইকোনমিক্স থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন।
আরও পড়ুন: হয়ে যান সতর্ক! এবার একইসাথে এই ব্যাঙ্ক এবং ফাইন্যান্স কোম্পানির ওপর বিপুল জরিমানা RBI-এর
কুমার অনুরাগ জানিয়েছেন যে, সিভিল সার্ভিসের পরীক্ষায় তিনি তাঁর প্রস্তুতি এবং কৌশলের কারণেই সফলতা হাসিল (Success Story) করেন। তাঁর মতে, “প্রার্থীদের এই পরীক্ষার জন্য নতুন করে শুরু করা উচিত এবং তাঁদের পূর্ববর্তী শিক্ষাগত পটভূমি উপেক্ষা করা উচিত। এই পরীক্ষার সাথে সম্পর্কিত কোনও বিষয়ে আপনার পূর্বজ্ঞান না থাকলেও আপনি এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন।” পাশাপাশি তিনি এটাও জানিয়েছেন যে, এই পরীক্ষায় কারোরই তাড়াহুড়ো করা উচিত নয়। বরং, প্রতিটি বিষয়ের প্রস্তুতি পুঙ্খানুপুঙ্খভাবে করা প্রয়োজন।
আরও পড়ুন: গুকেশকে নিয়েই ব্যস্ত সবাই! বিশ্বকাপে খেলতে ভিসা না পেয়ে সাহায্য চাইছেন ভারতের এক নম্বর দাবাড়ু অর্জুন
অনুরাগ ২০১৭ সালে প্রথম প্রচেষ্টায় UPSC পাস করেন। তবে তাঁর র্যাঙ্ক ছিল ৬৭৭। এতে তিনি সন্তুষ্ট ছিলেন না। এর ফলে তিনি আবারও ২০১৮ সালে UPSC পরীক্ষা দিয়েছিলেন। দ্বিতীয় প্রচেষ্টায় তিনি আরও ভালো ফলাফল করেন। UPSC ২০১৮-তে তিনি সর্বভারতীয় ৪৮ র্যাঙ্ক করতে সক্ষম হন। আর এইভাবেই অনুরাগ তাঁর IAS হওয়ার স্বপ্নপূরণ (Success Story) করে ফেলেন।