এ কী অবস্থা রেলের! বন্দে ভারতের মেঝেতে আবর্জনার পাহাড়, ছবি দেখে ক্ষোভ উগরে দিল নেটিজেনরা

বাংলাহান্ট ডেস্ক : বন্দে ভারত (Vande Bharat Express) আধুনিক ভারতের গর্ব। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই ট্রেনটি বেশ আধুনিক। এই ট্রেনের (Train) আধুনিকতা তাক লাগিয়েছে অনেককে। কিন্তু সাধারণ মানুষ যে এখনও কতটা অসচেতন সেই ছবি ফের একবার ধরা পড়ল। একজন আইএএস অফিসার (IAS Officer) বন্দে ভারত এক্সপ্রেস এর সাফাইয়ের একটি ছবি পোস্ট করেছেন। সম্ভবত এই ছবিটি ট্রেনের প্যান্ট্রি কিচেনের (Pantry Kitchen)।

টুইটারের (Twitter) সৌজন্যে ছবিটি ভাইরাল হওয়ার পর থেকেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। এই ছবিতে দেখা যাচ্ছে, ঝাড়ু হাতে এক সাফাই কর্মী কাজ করছেন। অজস্র প্লাস্টিকের বোতল, পলিথিনের প্যাকেট, কাগজের টুকরো, আবর্জনা পড়ে রয়েছে ট্রেনের মেঝে জুড়ে। এর সাথে ছবিতে দেখা যাচ্ছে ট্রেনের মধ্যে পড়ে রয়েছে ঝুরি ভাজার প্যাকেট, থার্মোকলের কাপ। কেউ কেউ মন্তব্য করেছেন এই ছবিটি ট্রেনের প্যান্ট্রি কিচেনের।

ছবিতে দেখতে পাওয়া এই জায়গার অবস্থা রীতিমত চমকে ওঠার মত। বিভিন্ন জায়গায় পড়ে রয়েছে অপচনশীল আবর্জনা। সম্ভবত যাত্রীরা ব্যবহার করার পর এই আবর্জনা গুলি এখানে ফেলে দিয়েছেন। সেগুলি এক সাফাই কর্মী জড়ো করছেন। কারোর কারোর মতে, বিমানের মত বর্জ্য ব্যবস্থাপনা থাকা প্রয়োজন ট্রেনেও। ট্রেনের ক্ষেত্রেও বদলানো দরকার এই ব্যবস্থার।

 

নাম প্রকাশে অনিচ্ছুক রেলের এক আধিকারিক জানিয়েছেন, “যাত্রার সময় ট্রেনের যাত্রীরা প্লাস্টিক বর্জ্য ব্যাগে একসাথে রেখে দিতে পারেন। এরই সাথে অন্যান্য আবর্জনা যেমন খাবারের প্যাকেট, ফলের খোসা, ওষুধের প্যাকেট, সেগুলিও একসাথে রেখে দিতে পারেন। পরে সেগুলি ফেলে দিতে পারেন ডাস্টবিনে। এর ফলে পরিষ্কার থাকে ট্রেন। সাফাইয়ের জন্য পরিশ্রমও কমে যাবে কর্মচারীর।”


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর