বাংলা হান্ট নিউজ ডেস্ক: একদিনে বক্সিংয়ের আঙিনায় দুই বিশ্ব চ্যাম্পিয়নকে পেলো ভারত। শনিবার, দিল্লিতে ইন্দিরা গান্ধী স্পোর্টস কমপ্লেক্সে আন্তর্জাতিক বক্সিং অ্যাসোসিয়েশন আয়োজিত বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপের (World Boxing Championship) ৪৮ কেজি ও ৮১ কেজি বিভাগে সোনা জয় করলেন যথাক্রমে নিতু ঘ্যাংঘাস (Nitu Ghanghas) ও সুইটি বোরা (Saweety Boora)। দেশের মুখ উজ্জ্বল করার জন্য তাদেরকে আলাদা করে শুভেচ্ছা জানানো হচ্ছে প্রতিটি ক্রীড়া মহল থেকে।
নিতু ধীরে ধীরে ভারতীয় বক্সিংয়ে পরিচিত মুখ হয়ে উঠছেন। আজ ফাইনালে তিনি হারিয়েছেন মঙ্গোলিয়ার প্রতিপক্ষ লুতসাইখান অলতানশ্বেতস্যাগকে। চলতি বক্সিং বিশ্ব চ্যাম্পিয়নশিপে প্রথম ভারতীয় সোনা জয়ী মহিলায় পরিণত হয়েছেন তিনি। এর আগে দুবার ইয়ুথ বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া ২২ বছর বয়সী নিতু এর আগে কমনওয়েলথ গেমসেও চ্যাম্পিয়ন হয়েছেন।
আজ ফাইনালে নিজের প্রতিপক্ষকে প্রথম রাউন্ডে দাঁড়াতেই দেননি। দ্বিতীয় রাউন্ডে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর তাকে জয় পেতে হয়েছে। শেষে জাজদের ইউন্যানিমাস ডিসিশন তাকে চ্যাম্পিয়ন করেছে। নিজের গত বছরের ভুলগুলি সূত্রে এবং কঠিন পরিশ্রম করে এই জয় এসেছে বলে জানিয়েছেন নিতু।
অপরদিকে ৮১ কেজি ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হওয়া সুইটির ফাইনালের প্রতিপক্ষ ছিল ২০১৮ সালের বিশ্ব চ্যাম্পিয়ন চায়নার ওয়াং লিনা। আর হরিয়ানার তারকা ২০১৪ সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় হয়ে অর্থাৎ রুপো নিয়েই সন্তুষ্ট ছিলেন। কিন্তু তার সেই আফসোস মিটে গেল আজ। নিজের স্বপ্নপূরণ করতে পেরে সন্তুষ্ট সুইটি। নিজের ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন তিনি।
তারা ছাড়া এই চ্যাম্পিয়নশিপে শিরোপার লড়াইয়ে রয়েছেন আরও দুই ভারতীয়। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন নিখাত জারিন এবং টোকিও অলিম্পিকের ব্রোঞ্জ পদক জয়ী লভলিনা বোরগোহাইন আগামীকাল অর্থাৎ রবিবার রিংয়ে নামবেন। নিখাত তার বিশ্ব চ্যাম্পিয়নশিপের শিরোপা রক্ষা করতে দৃঢ় প্রতিজ্ঞ। তিনি রবিবার ফাইনালে দুইবারের এশিয়ান চ্যাম্পিয়ন ভিয়েতনামের নগুয়েন থি তামের বিরুদ্ধে লড়াই করবেন। আর, এর আগে দুটি বিশ্ব চ্যাম্পিয়নশিপের ব্রোঞ্জ পদক অর্জন করার পরে, লভলিনা ৭৫ কেজি বিভাগে নিজের তৃতীয় পদকটি যাতে সোনার হয় সেটা মাথায় দেখে মুখোমুখি হবেন অস্ট্রেলিয়ার হয়ে দুইবারের কমনওয়েলথ গেমসের পদক বিজয়ী ক্যাটলিন পার্কারের বিরুদ্ধে।