বাংলা হান্ট ডেস্ক: ব্যাংকের চাকরিতে (Bank Job) আগ্রহীদের জন্য বিরাট সুখবর। এবার জুলাই মাসের পয়লা তারিখেই চাকরিপ্রার্থীদের জন্য বিরাট স্বস্তির খবর দিল ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনেল সিলেকশন (আই বি পি এস)। একাধিক শূন্য পদে কর্মী নিয়োগের কথা জানিয়ে মাসের প্রথম দিনেই একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ব্যাংকের ওয়েবসাইটে।
যা থেকে জানা যাচ্ছে দেশের ১১ টি পাবলিক সেক্টর ব্যাংকের জন্য নিয়োগ করবে আই বি পি এস (IBPS)। প্রসঙ্গত স্টেট ব্যাংক বাদে অন্যান্য সমস্ত সরকারি ব্যাংকে বিভিন্ন পদের নিয়োগ প্রক্রিয়ার আয়োজন করে আই বি পি এস। জানা যাচ্ছে এ বছর ব্যাঙ্ক অফ বরোদা, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র, কানাড়া ব্যাঙ্ক, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ব্যাঙ্ক, ইন্ডিয়ান ওভারসিজ় ব্যাঙ্ক, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, পঞ্জাব ও সিন্ধ ব্যাঙ্ক, ইউকো ব্যাঙ্ক এবং ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করছে।
সোমবার জানানো হয়েছে২০২৫-২৬ অর্থবর্ষের জন্য পরীক্ষার মাধ্যমে কর্মী নিয়োগ করবে আই বি পি এস। চাকরিপ্রার্থীদের নাম অনলাইনে নথিভুক্ত করতে হবে। জানা যাচ্ছে, এই পরীক্ষায় নির্বাচিত প্রার্থীদের ক্লার্ক হিসাবে নিয়োগ (Clerk Recruitment 2024) করা হবে। এক্ষেত্রে মোট শূন্য পদ রয়েছে ৬১২৮ টি। এক্ষেত্রে ক্লার্ক পদে আবেদনকারী কারীদের বেশ কিছু শর্ত মেনে চলতে হবে।
বিশেষ করে বয়স এক্ষেত্রে আবেদনকারীদের বয়স হতে হবে ২০ থেকে ২৮ বছরের মধ্যে। তবে সংরক্ষিত শ্রেণীভুক্তদের ক্ষেত্রে বয়সের সীমার ক্ষেত্রে বেশি ছাড় থাকবে। এই পরীক্ষায় বসার জন্য আবেদনকারীকে যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে যে যে কোনো বিষয়ের স্নাতক উত্তীর্ণ হতে হবে। এছাড়াও কম্পিউটারে কাজের দক্ষতাও থাকার প্রয়োজন। এছাড়া যোগ্যতার অন্যান্য মাপকাঠি হিসেবে প্রার্থীদের প্রথমে প্রিলিমিনারি এবং মেন পরীক্ষায় পাশ করতে হবে।
আরও পড়ুন: ভরসন্ধ্যায় ব্যবসায়ীকে গুলি করে ৭ লক্ষ টাকা ছিনতাই! হাড়হিম করা ঘটনা দক্ষিণ ২৪ পরগনায়
প্রিলিমিনারি পরীক্ষায় যারা পাশ করবেন তারাই মেন পরীক্ষা দেওয়ার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। দেশের বিভিন্ন শহরের পরীক্ষা কেন্দ্রে এই পরীক্ষার আয়োজন করা হবে। তবে ভাষা হিসেবে এক্ষেত্রে ইংরাজি, হিন্দি ছাড়াও বেশ কিছু আঞ্চলিক ভাষায় পরীক্ষা দেওয়া যাবে। তাই যে সমস্ত প্রার্থীরা এই পরীক্ষায় বসতে আগ্রহী তাদের আই বি পি এস এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।
পয়লা জুলাই থেকে আগামী ২১ জুলাই পর্যন্ত এই পদে আবেদন করা যাবে। আগ্রহী প্রার্থীরা সমস্ত নথি নিয়ে অনলাইনে আই বি পি এস এর ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন। তবে এক্ষেত্রে সংরক্ষিত এবং অসংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য আবেদনমূল্য ধার্য করা হয়েছে যথাক্রমে ১৭৫ এবং ৮৫০ টাকা। আগস্ট মাসেই পরীক্ষা শেষ হওয়ার পর ফল ঘোষণা করা হবে সেপ্টেম্বরে। তারপর মেইন পরীক্ষা হবে চলতি বছরের অক্টোবর মাসে। এই ফল ঘোষণা করা হবে, আগামী বছরের এপ্রিল মাসে। যদি এই বিষয়ে আরও কোনো তথ্য জানার থাকে তাহলে ব্যাংকের ওয়েবসাইট থেকে তা দেখা যেতে পারে।