বাংলাহান্ট ডেস্ক: বলিউডে পা রাখছেন সইফ আলি খানের (saif ali khan) বড় ছেলে ইব্রাহিম আলি খান (ibrahim ali khan)। দিদি সারা আলি খান ইতিমধ্যেই সিনেদুনিয়ায় নিজ ক্যারিশ্মায় প্রতিষ্ঠিত। বাবার কার্বন কপি ইব্রাহিম কবে বলিউডে অভিনয় শুরু করবেন সে প্রতীক্ষাতেই ছিল নেটনাগরিকরা। অবশেষে মিটতে চলেছে অপেক্ষা। বলিউডে আসছেন ইব্রাহিম। তবে অভিনয় করতে নয়।
হ্যাঁ, পর্দার সামনে নয়। আপাতত পর্দার পেছনেই কাজ করে হাত পাকাতে চান সইফ পুত্র। অতি সম্প্রতি বলিপাড়ায় গুঞ্জন শোনা গিয়েছিল জোয়া আখতারের আসন্ন সিরিজের হাত ধরেই ডেবিউ করবেন ইব্রাহিম। কিন্তু এখন বলিপাড়ার অন্দরের খবর বলছে করন জোহরের (karan johar) আগামী ছবি ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র সহ পরিচালক হচ্ছেন তিনি। এদিকে এ খবর প্রকাশ্যে আসতেই নেপোটিজম নিয়ে কটাক্ষের শিকার হয়েছেন করন।
দীর্ঘদিন পর পরিচালনায় ফিরছেন করন। এতদিন স্রেফ তাঁর ধর্মা প্রোডাকশন ছবির প্রযোজনা করে এসেছে। এবার তিনি পরিচালিত করবেন রণবীর সিং আলিয়া ভাট জুটিকে। শুক্রবার শুরু হয়েছে ছবির প্রথম অংশের শুটিং। নিজে শুটিং শুরুর ভিডিও শেয়ার করেছেন করন। এই ছবিতেই তাঁর সঙ্গে সহ পরিচালনা করবেন ইব্রাহিম। ভবিষ্যতে কোনোদিন হয়তো তাঁকে অভিনেতা হিসেবে পর্দায় দেখা যাবে।
https://www.instagram.com/p/CSx_t0nIruj/?utm_medium=copy_link
এর আগে এক সংবাদ সংস্থার সঙ্গে সাক্ষাৎকারে ইব্রাহিমের সম্পর্কে সইফ বলেছিলেন, “হৃতিক রোশনের মতোই ও পুরো ধামাকা করবে বড়পর্দায়। আমার সঙ্গে ওর তুলনা করা হবেই, এটা ও এড়িয়ে যেতে পারে না। কিন্তু ও এখনো বড় হচ্ছে, শিখছে, নিজের ব্যক্তি সত্ত্বাকে গড়ে তুলছে। তাই এই তুলনাটা এখনি না হলে ভাল।”
বড় ছেলের সম্পর্কে অভিনেতার মত, এত সুন্দর দেখতে ছেলের অভিনয়ই করা উচিত। বলিউডের মতো সুরক্ষিতও আর কোনো জায়গা নেই। কলেজের পড়াশোনা শেষ করেই বলিউডে অভিষেক করবেন ইব্রাহিম। সইফ এও জানিয়েছিলেন, তিনি নিজেই ছেলেকে সিনেমায় লঞ্চ করতে পারেন। তবে এই বিষয়ে এখনো নিশ্চিত নন তিনি।