টি-২০ বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ICC, জায়গা পেলেন না ভারতীয়রা

বাংলা হান্ট ডেস্কঃ রবিবার শেষ হয়েছে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল। নিউজিল্যান্ডকে হারিয়ে এই প্রথমবার টি-টোয়েন্টিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া। আইসিসির এই ইভেন্টটিতে ট্রফি জয়ের প্রবল দাবিদার হলেও শেষ পর্বে পৌঁছাতে পারেনি ভারত। এবার 2021 টি-টোয়েন্টি বিশ্বকাপের নিরিখে সেরা দল ঘোষণা করল আইসিসি। ভারতের জন্য দুঃসংবাদ এই যে একজন খেলোয়াড়ও এই একাদশে জায়গা করে নিতে পারেননি। অথচ সুপার 12 থেকে ছিটকে যাওয়া শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসরাঙ্গা এবং চারিত আসলাঙ্কাও স্থান পেয়েছেন এই একাদশে। একইসঙ্গে বেছে নেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়দেরও।

নির্বাচকরা দলের অধিনায়ক হিসেবে বেছে নিয়েছেন বাবর আজমকেই। আশ্চর্যের কথা হল একদিকে যেমন এই দলে সুযোগ পাননি টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী অধিনায়ক অ্যারন ফিঞ্চ, তেমনই ফাইনালে দুর্ধর্ষ 85 রানের ইনিংস খেলা কেনো উয়িলিয়ামনকেও স্থান দেওয়া হয়নি এই একাদশে। সুযোগ পাননি মিচেল মার্শও৷ যদিও কার্যত তার ব্যাটের দৌলতেই ফাইনাল জয় সহজ হয়ে যায় অস্ট্রেলিয়ার জন্য।

অস্ট্রেলিয়া থেকে এই দলে জায়গা করে নিয়েছেন অ্যাডাম জাম্পা এবং ডেভিড ওয়ার্নার। ডেভিড এই বিশ্বকাপের ম্যান অব দ্যা টুর্নামেন্ট পুরস্কারেও ভূষিত হয়েছিলেন, তাই তার সুযোগ পাওয়া নিয়ে কোন প্রশ্ন উঠতে পারে না, অন্যদিকে তার সতীর্থ ওপেনার হিসেবে বেছে নেওয়া হয়েছে ইংল্যান্ডের বাটলারকে। এছাড়াও ইংল্যান্ড দল থেকে সুযোগ পেয়েছেন মঈন আলি। নিউজিল্যান্ড থেকে দলে রাখা হয়েছে ট্রেন্ট বোল্টকে। সাউথ আফ্রিকা থেকে সুযোগ পেয়েছেন মার্ক্রাম এবং নকিয়া। এছাড়া দ্বাদশ খেলোয়াড় হিসেবে দলে জায়গা পেয়েছেন পাকিস্তানের শাহীন আফ্রিদি।

https://twitter.com/ICC/status/1460169488574390275?t=YtKRxOWJp5VZbH-sKUoN6A&s=19

ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া), জস বাটলার (ইংল্যান্ড), বাবর আজম (অধিনায়ক, পাকিস্তান), চারিত আসলাঙ্কা (শ্রীলঙ্কা), এইডেন মার্ক্রাম (দক্ষিণ আফ্রিকা), মঈন আলি (ইংল্যান্ড), ওয়ানিন্দু হাসরাঙ্গা (শ্রীলঙ্কা), অ্যাডাম জাম্পা (অস্ট্রেলিয়া), জশ হ্যাজেলউড (অস্ট্রেলিয়া), ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড), এনরিখ নকিয়া (দক্ষিণ আফ্রিকা)। 12তম খেলোয়াড় – শাহীন আফ্রিদি (পাকিস্তান)।

 

Abhirup Das

সম্পর্কিত খবর