ক্রিকেটের ইতিহাসে প্রথমবার! T20 বিশ্বকাপে মালামাল হবে দলগুলি, প্রাইজ মানির ঘোষণা করল ICC

বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ক্রিকেটের অন্যতম মেগা টুর্নামেন্ট T20 বিশ্বকাপ (ICC Men’s T20 World Cup)। এবারের বিশ্বকাপ আমেরিকা (America) এবং ওয়েস্ট ইন্ডিজের (West Indies) আয়োজনে সম্পন্ন হচ্ছে। এদিকে, T20 বিশ্বকাপে এবার অংশগ্রহণ করছে ২০ টি দল। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, T20 বিশ্বকাপের ইতিহাসে এই প্রথমবার একসঙ্গে এতগুলি দল অংশগ্রহণ করছে।

এই দলগুলিকে মোট চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। এমতাবস্থায়, ICC-র তরফে এই টুর্নামেন্টের প্রাইজ মানির ঘোষণা করা হল। এবারে যে দল T20 বিশ্বকাপ জিতবে তারা পাবে বিপুল অঙ্কের প্রাইজ মানি। বর্তমান প্রতিবেদনে আজ আমরা এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করছি।

ICC announces prize money for ICC Men's T20 World Cup.

প্রাইজ মানি ঘোষণা করেছে ICC: এবার ICC মোট ১১.২৫ মিলিয়ন ডলার প্রাইজ মানি হিসেবে বিতরণ করবে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ২০২২-এর T20 বিশ্বকাপের জন্য ICC মোট প্রাইজ মানি রেখেছিল ৫.৬ মিলিয়ন মার্কিন ডলার। কিন্তু এবার তা দ্বিগুণ করেছে ICC। এমতাবস্থায়, এবার বিজয়ী দলকে ২.৪৫ মিলিয়ন ডলার দেওয়া হবে। যা ভারতীয় মুদ্রায় প্রায় ২০ কোটি টাকারও বেশি। এছাড়াও, রানার্স আপ দলকে ১.২৮ মিলিয়ন ডলার দেওয়া হবে। যা ভারতীয় মুদ্রায় প্রায় ১০.৫০ কোটি টাকা। প্রসঙ্গত উল্লেখ্য যে, ২০২২ সালে T20 বিশ্বকাপ জিতেছিল ইংল্যান্ড। তখন তারা পেয়েছিল প্রায় ১৩ কোটি টাকা। পাশাপাশি, রানার্স আপ পাকিস্তানকে দেওয়া হয়েছিল ৬.৪৪ কোটি টাকা।

আরও পড়ুন: দক্ষিণবঙ্গে ঘণ্টাখানেকের মধ্যে ধেয়ে আসছে বৃষ্টি, দাপট দেখাবে ঝোড়ো হাওয়াও, জানুন আপডেট

মালামাল হবে এই দলগুলিও: জানিয়ে রাখি যে, এবার সেমিফাইনালে হেরে যাওয়া দলগুলিও পাবে মোটা প্রাইজ মানি। সেমিফাইনালে পরাজিত প্রতিটি দলকে দেওয়া হবে ৬.৫৫ কোটি টাকা করে। একই সঙ্গে সুপার-৮-এ শেষ করা দলগুলিকে দেওয়া হবে ৩.১৮ কোটি টাকা করে। অন্যদিকে, গ্রুপ পর্বে তৃতীয় স্থানে থাকা দল পাবে ২.০৬ কোটি টাকা। বাকি টিমগুলিকে দেওয়া হবে ১.৮৭ কোটি টাকা। এছাড়াও সুপার-৮ পর্যন্ত প্রতিটি ম্যাচ জেতার জন্য দলগুলি পাবে ২৫.৯ লক্ষ টাকা।

আরও পড়ুন: ফের গুলির লড়াই ভূস্বর্গে! পুলওয়ামায় এনকাউন্টারে খতম দুই লস্কর জঙ্গি

এক নজরে T20 বিশ্বকাপের প্রাইজ মানি:
১. ২০২৪ সালের T20 বিশ্বকাপের বিজয়ী টিম পাবে ২০.৩৬ কোটি টাকা
২. T20 বিশ্বকাপে রানার্স আপ টিম পাবে ১০.৬৪ কোটি টাকা
৩. সেমিফাইনালে হেরে যাওয়া দলগুলি পাবে ৬.৫৫ কোটি টাকা
৪. সুপার ৮ থেকে বাদ পড়া দলগুলি পাবে ৩.১৮ কোটি টাকা
৫. প্রতিটি গ্রুপে তৃতীয় স্থানে থাকা দলগুলি পাবে ২.০৬ কোটি টাকা
৬. বাকি দলগুলি পাবে ১.৮৭ কোটি টাকা
৭. সুপার ৮ পর্যন্ত প্রতিটি ম্যাচ জেতার জন্য মিলবে ২৫.৯ লক্ষ টাকা।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর