জন্মদিনে ধোনিকে বিশেষ ভাবে শুভেচ্ছা জানালো BCCI এবং ICC

Published On:

প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি আজ 39 বছরে পা দিলেন। ধোনিকে জন্মদিনের শুভেচ্ছা বার্তা জানালো ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে শুরু করে আইসিসি। ক্রিকেটের সকল স্তর থেকেই শুভেচ্ছাবার্তা ভেসে এল প্রাক্তন এই বিশ্বকাপজয়ী ভারত অধিনায়ক এর কাছে।

ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে মাহিকে “হেলিকাপ্টার” শুভেচ্ছা বার্তা জানানো হল। ধোনির বাছাই করা বেশ কিছু ছক্কা নিয়ে বিসিসিআই একটি বিশেষ ভিডিও তৈরি করেছে যার নাম “ক্লাসিক এমএসডি”। 70 সেকেন্ডের সেই ভিডিওতে লেখা রয়েছে “একজন মানুষ, যিনি অগনিত ভারতবাসীকে আনন্দ দিয়েছেন। আসুন সকলে মিলে ধোনির জন্মদিন সেলিব্রেট করি তারই কিছু সুন্দর ছক্কা দিয়ে।”

বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি ধোনিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে টুইট করে লিখেছেন, “শুভ জন্মদিন ভারতের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।”

X