বিশ্বকাপের আগে বেছে নেওয়া হলো সেরা ODI একাদশ! তালিকায় ৩ ভারতীয়, বাদ রোহিত

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ওডিআই বিশ্বকাপের (2023 ODI World Cup) ঢাকে কাঠি পড়তে আর বাকি নেই তিন মাসও। ভারতের মাটিতে আয়োজিত হতে চলে সেই টুর্নামেন্টকে কেন্দ্র করে এখন থেকেই আগ্রহের পারদ চড়তে শুরু করে দিয়েছে। এই টুর্নামেন্ট আরম্ভ হওয়ার আগে আমরা খুঁজে নেওয়ার চেষ্টা এই মুহূর্তে ভারতের মাটিতে আয়োজিত হতে চলা উঠিয়ে বিশ্বকাপের পরিপ্রেক্ষিতে সেরা একাদশ কেমন হতে পারে।

এই তালিকায় ওপেনিংয়ে স্থান দেওয়া হয়েছে ভারতের তরুণ ওপেনার শুভমান গিল এবং নিউজিল্যান্ডের মারকুটে ওপেনার ডেভন কনওয়ে-কে। শুভমান গিল কেন এই তালিকায় আছেন সেটা আলাদা করে উল্লেখ করার প্রয়োজন নেই। ডেভন কনওয়ের ভারতের মাটিতে খেলার অভিজ্ঞতা প্রচুর। অতীতে তিনি এই দেশে ওডিআই-তে ভালো পারফরম‍্যান্স করেছেন। তাদের সাথে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম-কে তিন নম্বরে রাখা হচ্ছে এই তালিকায়। দ্রুত উইকেট করলে পরিস্থিতি সামলানোর পাশাপাশি ধারাবাহিকভাবে রান করে চলেছেন তিনি।

এরপর চার নম্বরে স্টিভ স্মিথকে রাখা যেতে পারে। ভারতের মাটিতে শেষ শহরে খুব একটা সফল না হলেও এখানে তার সাফল্য ও অভিজ্ঞতার পরিমাণ প্রচুর। সম্প্রতি ভালো ছন্দেও রয়েছেন তিনি। এর পাশাপাশি পাঁচ নম্বরে অজি অলরাউন্ডার ক্যামেরন গ্রিন জায়গা পেতে পারেন। ভারতের মাটিতে খেলার যথেষ্ট অভিজ্ঞতা অর্জন করে ফেলেছেন তিনি। সাম্প্রতিক সময়ে তিনি সীমিত ওভারের ক্রিকেটেও ভালোই ছন্দে আছেন। তবে তাকে জায়গা না দিয়ে যদি একজন স্পিনার অলরাউন্ডার খেলানোর প্রয়োজন পড়ে তাহলে সেই কাজটি করে দিতে পারেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। গত বিশ্বকাপে তার দুর্দান্ত পারফরম্যান্স ভুলে যাবেননা কেউই। তার পাশাপাশি ভারতের মাটিতে সফল হওয়ার ক্ষমতা তার রয়েছে।

এরপর উইকেট রক্ষক এবং দুই স্পিনার অলরাউন্ডার হিসেবে দলে জায়গা পাবেন যথাক্রমে জস বাটলার, রবীন্দ্র জাদেজা এবং আফগানিস্তানের তারকা স্পিনার রশিদ খান। বাটলারের ভারতে খেলার অভিজ্ঞতা প্রচুর। আর ভারতের স্পিন বান্ধব উইকেটে জাদেজা ও রশিদের নির্বাচন নিয়ে আলাদা করে কোনও ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই।

এরপরে আসে তিন পেসারের জায়গা। এখানে প্রথমেই নাম নেওয়া যেতে পারে মহম্মদ সিরাজের। গত এক বছরে সমস্ত ফরমেট নির্বিশেষে নতুন বল হাতে উইকেট নেওয়াটা নিজের নেশা করে ফেলেছেন তিনি। সেই সঙ্গে দুর্দান্ত ছন্দে থাকা অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স এবং অভিজ্ঞ নিউজিল্যান্ড স্পেশাল ট্রেন্ট বোল্টের উপস্থিতি দলকে বাড়তি শক্তি দেবে।

বিশ্বসেরা ওডিআই একাদশ: শুভমান গিল, ডেভন কনওয়ে, বাবর আজম, স্টিভ স্মিথ, ক্যামেরন গ্রিন/সাকিব আল হাসান, জস বাটলার, রবীন্দ্র জাদেজা, রশিদ খান, প্যাট কামিন্স, মহম্মদ সিরাজ, ট্রেন্ট বোল্ট

 

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর