আমেরিকায় T20 বিশ্বকাপ আয়োজন করে বিপুল ক্ষতির সম্মুখীন ICC! পদত্যাগ করলেন এই আধিকারিক

বাংলা হান্ট ডেস্ক: সদ্য সমাপ্ত হয়েছে ২০২৪-এর T20 বিশ্বকাপ (ICC Men’s T20 World Cup)। যেখানে চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় দল (India National Cricket Team)। এদিকে, T20 বিশ্বকাপের আমেরিকান লেগে বাজেটের তুলনায় বেশি খরচ হবে বলে অনুমান করা হচ্ছে। শুধু তাই নয়, ICC (International Cricket Council) বোর্ড কলম্বোতে আগামী ১৯ জুলাই অনুষ্ঠিত হতে চলা বার্ষিক সভায় এই ক্ষতির বিষয়ে আলোচনা করতে পারে বলেও জানা গিয়েছে। উল্লেখ্য যে, T20 বিশ্বকাপের অডিটিং এখনও শেষ হয়নি। তাই দর্শকদের টিকিট থেকে আসা অর্থের পরিমাণ এখনও পুরোপুরি গণনা করা বাকি থাকায় ক্ষতির পরিসংখ্যান অনুমান করা কঠিন। যদিও, বোর্ডের গুরুত্বপূর্ণ সদস্যরা অবশ্য অনুমান করছেন যে, টুর্নামেন্টের US লেগের ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ ডলারে পোঁছে যেতে পারে।

T20 বিশ্বকাপ (ICC Men’s T20 World Cup) শেষ হলেও ফের খবরের শিরোনামে এই টুর্নামেন্ট:

জানা গেছে যে, এই টুর্নামেন্টর ডিরেক্টর ক্রিস টেটলি পদত্যাগ করেছেন। তবে, সামগ্রিক ঘটনার বিষয়ে জ্ঞাত সূত্র জানিয়েছে যে, ৪৯ বছর বয়সী ইংল্যান্ডের এই ক্রীড়া প্রশাসক টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই পদত্যাগ করার বিষয়ে মনোভাব তৈরি করেছিলেন। ICC বোর্ডের একটি সূত্র গোপনীয়তার শর্তে জানিয়েছে যে, “অনেক সদস্যই টেটলির পারফরম্যান্সে খুশি নন। তিনি তাঁর পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। কিন্তু এটা বলা যাবে না যে T20 বিশ্বকাপের আমেরিকা লেগের সাথে এর কিছু সম্পর্ক রয়েছে।”

ICC faced huge losses by hosting ICC Men's T20 World Cup in America.

সূত্রটি জানিয়েছে, “কমপক্ষে ৩ টি ICC গ্লোবাল টুর্নামেন্ট এবং সব সহযোগী দেশের T20 আন্তর্জাতিক মর্যাদা পাওয়ায় ব্যবস্থাপনার ধারাবাহিকভাবে কাজ চলছে। অনুমান করা হচ্ছে যে, কিছুদিন আগেই টেটলি তাঁর পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।”

আরও পড়ুন: বড় ধাক্কা খেলেন ইলন মাস্ক! পৃথিবীতে আছড়ে পড়বে SpaceX-এর ২০ টি স্যাটেলাইট, কিভাবে ঘটল বিপদ?

এদিকে, যাঁরা এই সমগ্র আয়োজন পরিচালনার সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন তাঁরা অনুমান করছেন যে, “ICC প্রকৃতপক্ষে টিকিট বিক্রির মাধ্যমে ভালো অর্থ উপার্জন করবে। যা ICC-র প্রভাবশালী সদস্যদের ক্ষুব্ধ করেছে। তাঁরা এই প্রধান ইভেন্টের জন্য একটি আয়োজক হিসেবে নিউইয়র্ক শহরকে নির্বাচন করেছেন।”

আরও পড়ুন: হাইভোল্টেজ ঝটকা খেলেন আম্বানি! BSNL-এর পাশে দাঁড়িয়ে বড় পদক্ষেপ সরকারের

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, চলতি বছরের T20 বিশ্বকাপে নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামের পিচ এবং আউটফিল্ড ব্যাপকভাবে সমালোচিত হয়েছিল এবং ক্রীড়া বিশেষজ্ঞরা এটাও বলেছিলেন যে সমগ্র বিষয়টি আরও ভালোভাবে পরিচালনা করা যেত। এমতাবস্থায় সূত্রটি জানিয়েছে, “এই ইভেন্টটি আমেরিকায় হওয়ার কথা ছিল এবং নিউইয়র্ক ছাড়াও আরও কয়েকটি শহর ছিল যেখানে ম্যাচ আয়োজন করা যেতে পারত। কেন এটা বিবেচনা করা হয়নি? কেন পিচ পরীক্ষা করার জন্য কোনও অনুশীলন ম্যাচ খেলা হয়নি?” শুধু তাই নয়, এই পিচ অবশ্যই শীর্ষ পর্যায়ের ক্রিকেটের জন্য অনুপযুক্ত ছিল বলেও জানানো হয়েছে ওই সূত্রের তরফে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর